এনএসজি-র প্রস্তাবে অত্যাধুনিক সিসিটিভির নজরদারিতে নবান্ন, মঞ্জুর ২.০৭ কোটি
![এনএসজি-র প্রস্তাবে অত্যাধুনিক সিসিটিভির নজরদারিতে নবান্ন, মঞ্জুর ২.০৭ কোটি Advised By Nsg Micro Cctv Cameras To Be Installed At Nabanna এনএসজি-র প্রস্তাবে অত্যাধুনিক সিসিটিভির নজরদারিতে নবান্ন, মঞ্জুর ২.০৭ কোটি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/16202956/nabanna-cctv-camera-.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: নবান্নকে ঘিরে আরও কড়া নিরাপত্তা বলয়। ভেতরে ও বাইরে বাড়ানো হচ্ছে অত্যাধুনিক সিসিটিভির নজরদারি। নবান্ন সূত্রে খবর, রাজ্যের প্রশাসনিক সদর দফতর পরিদর্শন করে সম্প্রতি বিশেষ ধরণের সিসিটিভি ক্যামেরা বসানোর প্রস্তাব দিয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি। ফাইবার অপটিক স্কোপ নামে ওই সিসিটিভি ক্যামেরা অত্যন্ত ছোট আকারের। সাধারণভাবে যা চোখে পড়া মুশকিল। এনএসজির প্রস্তাব কার্যকর করতে ২ কোটি ৭ লক্ষ টাকা মঞ্জুরও করেছে রাজ্যের অর্থ দফতর। নবান্নের আশেপাশে রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা৷ চারপাশে রয়েছে একাধিক অ্যাপ্রোচ রোড, উড়ালপুর। নবান্নকে সুরক্ষা দেয় কলকাতা পুলিশ। আশেপাশের এলাকার নজরদারির দায়িত্ব হাওড়া পুলিশের। পুলিশ সূত্রে খবর, নবান্নের ভেতরে ও তার আশেপাশে লাগানো রয়েছে অন্তত সাড়ে তিন হাজার সিসিটিভি ক্যামেরা। যাতে চট করে নবান্নকে দেখা না যায়, তার জন্য পাশের রাস্তার লাগানো হয়েছে আই কাটার। মন্দিরতলা থেকে নবান্ন পর্যন্ত রাস্তায় রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। সেই নিরাপত্তা এবার আরও আঁটোসাঁটো করা হচ্ছে এনএসজির পরামর্শ অনুযায়ী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)