এক্সপ্লোর

ভোটের ফলপ্রকাশের পর উত্তপ্ত রাজ্য, ভাঙচুর মৌসুমী-টুম্পার বাড়িতে, আক্রান্ত শাসকও

কলকাতা: ভোটের ফলপ্রকাশের পরই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় উত্তেজনা। সিপিএম-কংগ্রেস-এর অভিযোগ ফল ঘোষণার পরই বিভিন্ন জায়গায় তাঁদের ওপর রাজনৈতিক হামলা চালাচ্ছে তৃণমূল। হামলা চালানো হয়েছে কামদুনিকাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল-টুম্পা কয়ালের বাড়িতেও। এদিকে, পরাজয়ের পর আক্রান্ত শাসকও। উত্তপ্ত নানুর। গুলিবিদ্ধ ২ তৃণমূলকর্মী। মারধরে আহত ১। পুরুলিয়ায় খুন তৃণমূলকর্মী। ধৃত কংগ্রেসকর্মী, পলাতক ৩। ভোটের ফলপ্রকাশের পর উত্তপ্ত রাজ্য, ভাঙচুর মৌসুমী-টুম্পার বাড়িতে, আক্রান্ত শাসকও একনজরে দেখে নেওয়া যাক ভোটের ফলপ্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গার খণ্ডচিত্র • হাড়োয়া বিধানসভায় তৃণমূল প্রার্থীর জয়ের পরেই কামদুনির কয়াল পাড়ায় স্থানীয় ক্লাবে ভাঙচুর, লুঠপাট চালানোর অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, গতকাল ভোটের ফল ঘোষণার পরেই ৩০-৪০ জন তৃণমূলকর্মী কামদুনিকাণ্ডের মূল প্রতিবাদী মুখ টুম্পা ও মৌসুমী কয়ালের বাড়িতে ভাঙচুড় চালায়। • ভোটের ফল ঘোষণার পরেই হুগলির চুঁচুড়ার একাধিক জায়গায় আক্রান্ত সিপিএম। অভিযোগ, চুঁচুড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ঝাঁপপুকুরে সিপিএমকর্মী কার্তিক মালাকার ও সুনীল দেবনাথের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূলকর্মীরা। দুই সিপিএমকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের মারধরও করা হয় বলে অভিযোগ। পাশাপাশি, ব্যান্ডেলের মেরি পার্ক এলাকায় সিপিএম নেতা শিবাজী মিত্রর বাড়িতে বাইক বাহিনীর তাণ্ডব। ভাঙচুর করা হয় বাড়ি। ব্যান্ডেলেরই বালির মোড়ে সিপিএম কার্যালয়েও তৃণমূলকর্মীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। যদিও সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে দাবি শাসকদলের। • আসানসোলের জামুড়িয়ায় সিপিএম প্রার্থীর জয়ের পরেই দিকে দিকে হামলার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল। অভিযোগ, আজ সকালে প্রায় ৩০ জন তৃণমূলকর্মী সিপিএমের জোনাল সম্পাদক মনোজ দত্তর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। বাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। সিপিএমের দাবি, গতকাল ভোটের ফল ঘোষণার পর থেকেই জামুড়িয়ার একাধিক এলাকায় তাদের ওপর হামলা হলেও, পুলিশ নিষ্ক্রিয়। • বসিরহাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থীর জয়ের পরেই শাঁখচূড়া বাজারে কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর, লুঠপাট, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের দাবি, এই কেন্দ্রে জোট প্রার্থী হেরে যাওয়ায়, কংগ্রেস-সিপিএমের মধ্যে দ্বন্দ্বের জেরেই এই ঘটনা। • পুরুলিয়ার পারা ও রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে সিপিএমের দুটি দলীয় কার্যালয় ভাঙচুর, গুরুত্বপূর্ণ নথিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। • কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থীর জয়ের পরেই বেলগাছিয়া পশ্চিম লোকাল কমিটির অফিস ভাঙচুর। অভিযোগের তির তৃণমূলের দিকে।টালা থানায় অভিযোগ দায়ের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। • নানুর কেন্দ্রে সিপিএম প্রার্থীর জয়ের পরে এক তৃণমূল সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির সিপিএমের দিকে। সিঙ্গি গ্রামের বাসিন্দা তৃণমূল সমর্থক লুত্ফা বিবিকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সিপিএমকর্মীদের বিরুদ্ধে। প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরার অনুগামী ওই তৃণমূল সমর্থককে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। • পশ্চিম মেদিনীপুরের শালবনিতে তৃণমূল প্রার্থীর জয়ের পর সিপিএমের জোনাল অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূলের পাল্টা দাবি, হেরে যাওয়ার পরে সিপিএমের লোকজনই এই ঘটনা ঘটিয়েছে। • ভোটের ফল ঘোষণার পরেই এন্টালির গোবরা রোডে সিপিএমের জোনাল অফিস ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ। অভিযোগের তির তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের দিকে। গতকাল সন্ধেয় সিপিএমের ওই জোনাল অফিসে ভাঙচুর চালিয়ে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা বিভিন্ন জিনিস লুঠপাট করে বলে অভিযোগ। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটে বলে দাবি সিপিএম প্রার্থী দেবেশ দাসের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জয়ী প্রার্থী স্বর্ণকমল সাহা। • উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী জয়ী হওয়ার পরেই ১৪ নম্বর রেলগেটের কাছে সিপিএমের শাখা কমিটির অফিস ভাঙচুর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার শাসকদলের। • দমদম উত্তর কেন্দ্রে সিপিএম প্রার্থীর জয়ের পরেই দিকে দিকে সন্ত্রাস। নিমতার এম বি রোডে সিপিএমের ২ নম্বর লোকাল কমিটির অফিস, শিবাচল রোডে বিরাটি পশ্চিম লোকাল কমিটির অফিস ও দুর্গানগর ঢালাই কারখানার কাছে পরপর দুটি শাখা অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ। সব ক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল। অভিযোগ অস্বীকার শাসকদলের। • দুর্গাপুরের রানিগঞ্জ ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু-র অফিস দখল করে নেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, আজ সকালে রানিগঞ্জের ময়রা কোলিয়ারির সিপিএম পার্টি অফিস রাতারাতি রঙ করে দখল করে নেয় তৃণমূল। পাশাপাশি, পাণ্ডবেশ্বরের নবগ্রামে বেশ কয়েকজন সিপিএম সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। • ভোটের ফলপ্রকাশের পরেই হুগলির চুঁচুড়ায় সিপিএমের দলীয় কার্যালয়ের সামনে থেকে উদ্ধার কৌটো বোমা। সকালে গোয়ালতুলিতে সিপিএমের দলীয় কার্যালয়ের সামনে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসে পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। গতকাল গোয়ালতুলির এই সিপিএম কার্যালয়টিতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলকর্মীদের বিরুদ্ধে। গতকালের ঘটনার পরে আজ বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। এছাড়াও, চুঁচুড়ার বিভিন্ন এলাকায় সিপিএম সমর্থকদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। • পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে সিপিএম প্রার্থী পরাজিত হওয়ার পরে দুটি লোকাল কমিটির অফিস দখল করে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নারায়ণগড়ের বাখরাবাদ বাজারে গতকাল বিজয় মিছিল করেন তৃণমূল প্রার্থী প্রদ্যু‍ৎ ঘোষ। এরপরই তৃণমূলকর্মীরা বাখরাবাদে একটি লোকাল কমিটির অফিস ও কুটকিতে শাখা কমিটির একটি অফিস দখল করে নেয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, প্রার্থী হেরে যাওয়ায় সিপিএম কর্মীরাই ক্ষোভে দলীয় কার্যালয়ে তৃণমূলের পতাকা ঝুলিয়ে দিয়েছে। • যাদবপুর কেন্দ্রে সিপিএম প্রার্থীর জয়ের পরেই রণক্ষেত্র পঞ্চসায়রের শহিদ স্মৃতি কলোনি। সিপিএমের দলীয় কার্যালয় ভাঙচুর, সিপিএম সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। অভিযুক্ত তৃণমূল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। দু'পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে জখম হন ৩ পুলিশকর্মী। গুরুতর জখম ১। স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করেছে পঞ্চসায়র থানার পুলিশ। ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে। • আসানসোলের জামুড়িয়ার সিপিএম প্রার্থী জয়ী হওয়ার পরেই তৃণমূলের তাণ্ডব। অভিযোগ, গতকাল প্রায় ৫০-৬০ জন তৃণমূল সমর্থক সশস্ত্র অবস্থায় কবি পাড়ায় প্রাক্তন সিপিএম বিধায়ক পেলব কবির বাড়ি-সহ পাঁচটি বাড়িতে ভাঙচুর চালায়। ইটবৃষ্টিও হয়। ভাঙচুর করা হয় গাড়ি। অভিযোগ, এরপর চুরুলিয়ার হাটতলা, মণ্ডলপুর ও জামুড়িয়া বাজারে সিপিএমের তিনটি দলীয় কার্যালয়ে হামলা চালায় তৃণমূল সমর্থকরা। মণ্ডলপুরে সিপিএমের দলীয় কার্যালয়টিতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্বে আনে। তৃণমূল সমর্থকরা রাতভর সন্ত্রাস চালালেও, বারবার ডাকা সত্বেও পুলিশ আসেনি বলে অভিযোগ। • ভোটের ফল ঘোষণার পরেই দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ কেন্দ্রের পঞ্চবটী মোড়ে সিপিএমের শাখা অফিস ভাঙচুর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে দেখা যায়, সিপিএমের দলীয় কার্যালয়ের দরজা ভাঙা, ঘর লণ্ডভণ্ড। সোনারপুর থানায় অভিযোগ দায়ের। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। • ভোটের ফলপ্রকাশের পরেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কংগ্রেস নেতার বাড়িতে দফায় দফায় হামলা। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, ভাঙড়ে তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লা জয়ী হওয়ার পরে গতকাল দুপুর থেকেই কংগ্রেস নেতা আবদুর রহমানের বাড়িতে চড়াও হয়ে দফায় দফায় ভাঙচুর চালায় তৃণমূলকর্মীরা। তাঁকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবা-মাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। প্রাণভয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন কংগ্রেস নেতা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে তাঁর পরিবার। • দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের শাহজাদাপুরে তৃণমূলকর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির এসইউসি-র দিকে। অভিযোগ, তৃণমূলকর্মী আবদুল মান্নান মোল্লার বাড়িতে আজ ভোরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এবার এই কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী। অভিযোগ, দীর্ঘ ৪০ বছর পরে আসনটি হাতছাড়া হওয়ায় এসইউসিকর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে এসইউসি। • ভোটের ফল ঘোষণার পর রাজারহাট-নিউটাউনে ২২ নম্বর ওয়ার্ডে তিন সিপিএম নেতার বাড়িতে ভাঙচুর, বোমাবাজির অভিযোগ। অভিযুক্ত তৃণমূল।ভোটে সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্যর পোলিং এজেন্ট হন লোকাল কমিটির দুই সদস্য সৌম্যকান্তি রায়, মিলন সিংহ ও সিপিএমের শাখা সম্পাদক অশোক বিশ্বাস।অভিযোগ, গতকাল এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জয়ী হওয়ার পর, রাতে তিন সিপিএম নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়। এরপর বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় কয়েকজন তৃণমূলকর্মী। নিউটাউন থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। • দুর্গাপুর পূর্ব ও পশ্চিমে তৃণমূল প্রার্থী হেরে যাওয়ায় বেশ কয়েক জায়গায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দফায় দফায় সংঘর্ষ। অভিযোগ, দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী হেরে যাওয়ার পরেই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় দলেরই অপর গোষ্ঠীর লোকজন। দলীয় কর্মীদের তারা মারধরও করে। পাল্টা তৃণমূলের ব্লক যুব সভাপতি রাজীব ঘোষের বাড়িতে ভাঙচুর চালায় দলের বিরোধী গোষ্ঠীর লোকজন। আহত হন দু'পক্ষের বেশ কয়েকজন। এই ঘটনায় কয়েকজন তৃণমূলকর্মীকে আটক করেছে পুলিশ। এর আগে দুর্গাপুর পশ্চিমে বেনাচিতিতেও গতকাল তৃণমূলের জেলা পার্টি অফিসে ঢুকে দলীয় কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে দলেরই আর এক গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনায় আহত হন তিনজন। • পূর্ব মেদিনীপুরের ময়নায় তৃণমূল প্রার্থীর জয়ের পরেই সিপিআই-এর জোনাল কমিটির অফিস ও আরএসপি-র দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, বাম কর্মীদের মারধরের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের। অভিযোগ, গতকাল সন্ধেয় সিপিআই-এর জোনাল কমিটির অফিসে কয়েকজন তৃণমূলকর্মী চড়াও হয়। এক সিপিআইকর্মীকে তারা বেধড়ক মারধর করে। ভাঙচুর করে আসবাব। পরে একইরকমভাবে হামলা হয় আরএসপি-র দলীয় কার্যালয়ে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। • পুরুলিয়ার বাঘমুণ্ডিতে তৃণমূলকর্মী খুন। অভিযোগের তির কংগ্রেসের দিকে। বাঘমুণ্ডি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাত জয়ী হওয়ায় গতকাল সন্ধেয় বিজয় মিছিল বের হয়। অভিযোগ, মিছিলে পটকা ফাটানোয় বাধা দিতে গেলে তৃণমূলকর্মী লক্ষ্মণ প্রামাণিককে বেধড়ক মারধর করে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। বাঁচাতে এলে লক্ষ্মণের ভাই-সহ আরও ৭ জন আহত হন। ঘটনায় কংগ্রেসকর্মী বরুণ সিং মুড়াকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক আরও তিন অভিযুক্ত। ঘটনার নিন্দা করে কংগ্রেসের বিজয়ী প্রার্থী নেপাল মাহাত জানিয়েছেন, দলের কেউ জড়িত থাকলে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। • ভোটের ফলপ্রকাশের পরেই ফের উত্তপ্ত বীরভূমের নানুর। কীর্ণাহারের কাছে গুলিবিদ্ধ ২ তৃণমূলকর্মী। অভিযোগের তির সিপিএমের দিকে। আজ সকালে গুলিবিদ্ধ হন প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরার অনুগামী দুই তৃণমূলকর্মী। এদের মধ্যে বুরহান শেখ নামে এক তৃণমূলকর্মীর পাঁজরে গুলি লাগে। তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাক্তন বিধায়ক গদাধর হাজরার দাবি, নানুরে সিপিএম প্রার্থী জয়ী হলেও, কীর্ণাহারের তিনটি অঞ্চলে ভাল ফল না করায় এই হামলা। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। • ভোটের ফল ঘোষণার পরেই হুগলির জাঙ্গিপাড়ায় সিপিএমের দুটি দলীয় কার্যালয়ে ভাঙচুর, একটিতে আগুন। অভিযোগের তির তৃণমূলের দিকে। গতকাল ফল ঘোষণার পরে ফুরফুরা শরিফ এলাকায় তৃণমূলকর্মীরা বিজয় মিছিল বের করেন। অভিযোগ, মিছিলকারীরা ফুরফুরা শরিফে সিপিএমের দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এরপর তালতলায় সিপিএমের আরও একটি কার্যালয়ে তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। • দমদম উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থী পরাজিত হওয়ার পরেই নিউ ব্যারাকপুরে সিপিএম নেতার বাড়িতে ভাঙচুর। অভিযোগের তির তৃণমূলের দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পাল্টা নিউ ব্যারাকপুর থানায় ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূলকর্মীরা। পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটবৃষ্টি। ইটের ঘায়ে জখম ওসি রাজু মুখোপাধ্যায়, এএসআই গোপাল বাগ ও দুজন সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় এক তৃণমূল কাউন্সিলর ও এক তৃণমূল নেতা-সহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে। • ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ফল ঘোষণার পরেই। অভিযোগ, গতকাল গভীর রাতে মাসুন্দা চণ্ডীতলা এলাকার বাসিন্দা সিপিএমের লোকাল কমিটির সদস্য মানিক দত্তগুপ্তর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূলকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে। এরপরই শহর তৃণমূল সভাপতি সুখেন মজুমদার ও ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ সরকারের নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূলকর্মী নিউ ব্যারাকপুর থানায় চড়াও হয়। থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় তারা। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। এমনকি গুলিও চালানো হয় বলে পুলিশের দাবি। ইটের ঘায়ে জখম হন ওসি-সহ এক পুলিশকর্মী ও ২ জন সিভিক ভলান্টিয়ার।  
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Jalpaiguri News: দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
Delhi Doctor Murder Update : ‘খুন করতে পারলে মেয়ের সঙ্গে বিয়ে দেব’, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
New Star in Sky: রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকেও
রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকেও
Posthumous Reproduction: ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
Advertisement
ABP Premium

ভিডিও

SSKM Hospital:রাজ্যের এই প্রথম কোনও সরকারি হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে কন্যা সন্তানের জন্ম দিলেন মহিলাBhupatinagar News: আর জি কর, জয়নগরের পর ভূপতিনগর। গৃহবধূকে নির্যাতনের অভিযোগ | ABP Ananda LiveDurga Puja:কলকাতার পুজো মণ্ডপগুলিতে গেলেই দেখা মিলবে একাধিক চমকের,শহরে বসেই চলে যাওয়া যাবে ভিন রাজ্য়Durga Puja 2024: জৌলুস কমলেও পুজোর নিয়মে কোনও খামতি রাখেন না আলিপুরদুয়ারের ভুঁইয়া বাড়ির সদস্যরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jalpaiguri News: দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
Delhi Doctor Murder Update : ‘খুন করতে পারলে মেয়ের সঙ্গে বিয়ে দেব’, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
New Star in Sky: রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকেও
রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকেও
Posthumous Reproduction: ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
Madhabi Puri Buch: ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে পক্ষপাতিত্ব? আদানিদের বিরুদ্ধে তদন্তে ঢিলেমির অভিযোগ, SEBI প্রধানকে তলব করল PAC
ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে পক্ষপাতিত্ব? আদানিদের বিরুদ্ধে তদন্তে ঢিলেমির অভিযোগ, SEBI প্রধানকে তলব করল PAC
Malda News: গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে জমি, ফের নদী ভাঙন মালদায়, আতঙ্কে স্থানীয়রা
গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে জমি, ফের নদী ভাঙন মালদায়, আতঙ্কে স্থানীয়রা
Junior Doctors Protest: ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
RG Kar Case : 'দুর্গাপুজো? সে তো অনেক খরচ' ! মেয়ে বলেছিল, 'সব পারব মা', ঘরভরা শূন্যতার মাঝে ডুকরে উঠলেন মা
ঠাকুরঘরে মা দুর্গার শাড়ি, এবারও বায়না হয়ে গিয়েছিল ঢাকির, এখন শুধুই ঘরভরা শূন্যতা-হাহাকার
Embed widget