এক্সপ্লোর
Advertisement
মাধ্যমিকে প্রশ্নফাঁসের পর ময়নাগুড়ির স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল আরও চাঞ্চল্যকর অভিযোগ, কী অভিযোগ জানুন
জলপাইগুড়ি: মাধ্যমিকের প্রশ্নফাঁসকাণ্ডের পর এবার ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ ওই স্কুলেরই প্রাথমিকের প্রধান শিক্ষকের। প্রাথমিকের প্রধান শিক্ষকের দাবি, প্রাথমিকের জন্য নতুন করে ক্লাসঘর তৈরি করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়। অভিযোগ, ৬ বছর আগে ক্লাসঘর তৈরি হলেও, সেখানে জায়গা মেলেনি কচিকাঁচা পড়ুয়াদের।
এমনকি মিড ডে মিল রান্নাঘরের পাশে হাইস্কুলের পড়ুয়াদের শৌচাগার তৈরি হওয়ায় বন্ধ প্রাথমিকের মিড ডে মিলের রান্না। এনিয়ে বিডিও-র কাছে তিনি অভিযোগও জানান বলে দাবি প্রাথমিকের প্রধান শিক্ষকের। তাঁর কথায় সমর্থন জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্যা ও স্কুলের পরিচালন সমিতির প্রাক্তন ও বর্তমান ২ সদস্য।
ময়নাগুড়ির স্কুলে মাধ্যমিকের প্রশ্নফাঁসকাণ্ডে অভিযোগকারী শিক্ষকের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিকে তদন্ত শুরু পুলিশের। সূত্রের খবর, প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ ও অভিযোগকারী শিক্ষকের বয়ান নেওয়া হতে পারে। প্রয়োজনে স্কুলে গিয়ে অন্য শিক্ষকদের সঙ্গেও কথা বলবে পুলিশ। গোটা বিষয়টি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ তদন্ত করায়, তাদের সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement