কানপুর থেকে এটিএম হ্যাকারকে ধরল ব্যারাকপুর কমিশনারেট

উত্তর ২৪ পরগনা: এটিএম হ্যাক করে জালিয়াতির অভিযোগে জালে মোস্ট ওয়ান্টেড! ধৃতের নামে নীরজ পণ্ডিত। উত্তরপ্রদেশের কানপুরের নিউ বিমাননগরের বাসিন্দা। রবিবার উত্তর প্রদেশের গঙ্গাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেট। কমিশনারেট সূত্রে খবর, মাস ২ আগে বেলঘরিয়া, আড়িয়াদহ ও টিটাগড়ের কয়েকট এটিএম থেকে কয়েক লক্ষ টাকা উধাও হওয়ার অভিযোগ আসে। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নীরজকে চিহ্নিত করা হয়। পুলিশের দাবি, ধৃত জানিয়েছে, বিশেষ সফটওয়্যার দিয়ে এটিএম হ্যাক করত সে। তারপর আসল কার্ড ব্যবহার করে বড় অঙ্কের টাকা তুলে নিত। এটিএম হ্যাক করার ফলে টাকা গ্রাহকের অ্যাকাউন্ট থেকে নয়, বেরিয়ে যেত ব্যাঙ্কের ঘর থেকে। নীরজকে খুঁজছিল বেশ কয়েকটি রাজ্যের পুলিশ। মোবাইল ফোনের সূত্রে ধরে শেষমেশ ব্যারাকপুর কমিশনারেটের জালে মোস্টওয়ান্টেড।





















