জাতীয় সঙ্গীতের জন্য ৫২ সেকেন্ড স্তব্ধ হয় নদিয়ার এই গ্রাম

(অভয়নগর) নদিয়া: জাতীয় সঙ্গীত চালানো নিয়ে যখন দেশজুড়ে জোর বিতর্ক, ঠিক সেই সময় দৃষ্টান্ত স্থাপন করল এরাজ্যের নদিয়ার একটি অখ্যাত গ্রাম।
খবরে প্রকাশ, নদিয়া জেলার অভয়নগর গ্রামের বাসিন্দারা প্রতি কাজের দিন সকাল ১০টা ৫০ মিনিটে ৫২ সেকেন্ডের জন্য সব কাজ ফেলে দেন। কারণ, তখন জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
বাড়ি হোক বা রাস্তা—সব জায়গায় ওই সময় যেন স্তব্ধ হয়ে যায়। মোটরসাইকেল বা অটোয় চড়া যাত্রী, সাইকেল আরোহী হোক বা পথচারী—সকলেই নিজের জায়গায় থেমে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন।
কিন্তু, কী করে সকলে মিলে গোটা গ্রামে গাইতে শুরু করেন? জানা গিয়েছে, গ্রামের অভয়নগর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা ওই সময় জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে, যা লাউডস্পিকারের মাধ্যমে গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। আর তখনই সবকাজ ফেলে গানে গলা মেলান গ্রামবাসীরা।
স্কুলের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বলেন, আমাদের মনে হয়েছিল, এর ফলে ছাত্র ও বাসিন্দাদের মধ্যে জাতীয়তাবোধ ও দেশপ্রেম জাগবে। আমরা গ্রামবাসীদের অনুরোধ করি, যেখানেই যে থাকুন না কেন, তাঁদের সন্তানরা যখন স্কুলে জাতীয় সঙ্গীত গাইবে, তখন তাঁরাও গলা মেলাবেন। সকলেই ওই প্রস্তাবে রাজি হন। সেই থেকে এই প্রথা চলে আসছে।






















