এক্সপ্লোর
উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজ, হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের
ফের আদালতে ধাক্কা রাজ্য সরকারের। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজ।

কলকাতা: ফের আদালতে ধাক্কা রাজ্য সরকারের। উচ্চ প্রাথমিকের সহকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজ। খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।প্যানেল থেকে শুরু করে মেরিট লিস্ট সবই বাতিল। চাকরির মেধাতালিকায় দুর্নীতির অভিযোগে ২০১৯ সালে মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় আদালত। দীর্ঘ শুনানি চলার পর অবশেষে রায় দিল হাইকোর্ট। সূত্রের খবর, ২০১৬-র বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চ প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য মেধা-তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু তাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে বেশ কয়েকটি মামলা করেন কয়েক হাজার প্রার্থী। এক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জট কাটাতে আদালতের দ্বারস্থ হয়েছিল স্কুল সার্ভিস কমিশনও। এই মামলার বিচারপতি মৌসুমি চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খারিজের নির্দেশ দিয়েছেন। সবকিছু আবার নতুন করে করতে হবে। বিস্তারিত একটু পরেই....
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















