এক্সপ্লোর
Advertisement
CBI investigation Update: কয়লা পাচারকাণ্ডে বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর
2 inspectors summoned in cattle smuggling case. | গরু পাচারকাণ্ডে আরও দুই ইনস্পেক্টরকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। অন্যদিকে গরু পাচারকাণ্ডে আরও দুই ইনস্পেক্টরকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই-এর সমনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন দুই আইপিএস অফিসার।
কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার নাগাল এখনও পায়নি সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, খোঁজ মেলেনি গরুপাচারকাণ্ডে অভিযুক্ত যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্ররও। তবে কয়লা পাচারকাণ্ডে এদিন বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে জিজ্ঞাসাবাদ করলন কেন্দ্রীয় গোয়েন্দারা সংস্থার তদন্তকারীরা।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে দাবি, ইনস্পেক্টর র্যাঙ্কের এই অফিসার সম্পর্কে বিনয় মিশ্রর আত্মীয়। এমনকী, তৃণমূলের যুব নেতাও কয়লা পাচারের টাকার ভাগ নিয়েছেন বলে দাবি করা হচ্ছে সিবিআই সূত্রে।
হাজিরা দেওয়ার জন্য গত ৫ জানুয়ারি, মঙ্গলবার অশোক মিশ্রকে নোটিস পাঠায় সিবিআই। পরের দিন অর্থাৎ ৬ তারিখ তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল। কিন্তু ওইদিন হাজিরা দেননি তিনি। এরপর শুক্রবার ফের তাঁকে নোটিস পাঠানো হয়। তাতে সাড়া দিয়ে আজ সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দেন অশোক মিশ্র। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ।
সিবিআই সূত্রে দাবি, ইনস্পেক্টর হলেও একাধিক আইপিএস অফিসারের সঙ্গে সুসম্পর্ক ছিল বাঁকুড়া থানার আইসি-র। এমনকী, কয়লা পাচারের টাকার ভাগ কে কত পাবে, কার কী দায়িত্ব থাকবে, সে সব ঠিক করার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করতেন অশোক মিশ্র। সেই সমস্ত বিষয় ছাড়া, লালা সম্পর্কে তাঁর কাছে কোনও খবর আছে কি না তাও জানার চেষ্টা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।
অশোক মিশ্র ছাড়াও গরুপাচার ও কয়লাপাচারকাণ্ডের তদন্তে তিনজন আইপিএস অফিসার ও দু’জন ইনস্পেক্টরকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছিল সিবিআই। সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে, হাইকোর্টে মামলা করেছেন আইপিএস অফিসার কল্লোল গণাই এবং অংশুমান সাহা। কল্লোল গণাই মুর্শিদাবাদ রেঞ্জের প্রাক্তন ডিআইজি। বর্তমানে তিনি আইবি-র আইজি পদে কর্মরত আছেন এবং অংশুমান সাহা মুর্শিদাবাদের প্রাক্তন এএসপি। তিনি এখন আসানসোল কমিশনারেটের ডিসিপি। তাঁদের আবেদনের ভিত্তিতে ১২ জানুয়ারি শুনানি হতে পারে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে।
এদিকে গরু পাচারকাণ্ডে আরও দু’জন ইনস্পেক্টরকে হাজিরা দিতে বলে নোটিস পাঠাল সিবিআই। তলব করা হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার প্রাক্তন আইসি সৈকত রায় এবং লালগোলা থানার প্রাক্তন আইসি বিপ্লব কর্মকারকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement