দিল্লিতে গ্রেফতার গুরুঙ্গ ঘনিষ্ঠ মনোজ শঙ্কর
দার্জিলিং ও নয়াদিল্লি: কালিম্পঙের মোর্চা কাউন্সিলরের মৃত্যু ঘিরে যখন পাহাড়ে অশান্তির আবহ, ঠিক সেই সময়ে দিল্লিতে সিআইডির হাতে গ্রেফতার গুরুঙ্গ-ঘনিষ্ঠ মনোজ শঙ্কর নামে এক ব্যক্তি! সিআইডি সূত্রে খবর, বিমল গুরুঙ্গদের আর্থিক সাহায্য করার অভিযোগ রয়েছে মনোজের বিরুদ্ধে। এর মধ্যেই বুধবার সকালে কালিম্পংয়ের ১৬ নম্বর ওয়ার্ডের মোর্চা কাউন্সিলর বরুণ গুজেলের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায়। ডম্বরচকে বিক্ষোভ দেখান গুরুঙ্গপন্থীরা। পাহাড়ে অশান্তিতে মদত দেওয়ার অভিযোগে, জুন মাসে গ্রেফতার করা হয় বরুণ গুজেলকে। পরিবারের অভিযোগ, পুলিশ হেফাজতে থাকাকালীন অত্যাচার চালানো হয় বরুণের ওপর। যার জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। শিলিগুড়ির হাসপাতালে ভর্তি করা হয় বরুণকে। অবস্থার অবনতি ঘটায় ২২ অক্টোবর, বরুণকে আনা হয় এসএসকেএমে। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। মৃতের স্ত্রীর দাবি, ওকে মারধর করে মেরে ফেলা হয়েছে। এসপি কালিম্পং সব জানে। এই প্রেক্ষাপটে বুধবার নতুন এক অডিও বার্তায় বিমল গুরুঙ্গও পুলিশি অত্যাচারের অভিযোগ তোলেন। আন্দোলন জোরদার করার বার্তাও দেন। অত্যাচারের অভিযোগ উড়িয়ে পুলিশের পাল্টা দাবি, গ্রেফতারির পর থেকে একাধিকবার বরুণ গুজেলের মেডিক্যাল পরীক্ষা হয়েছে। পরে তাঁর ব্রঙ্কাইটিস ধরা পড়ে। বরুণ গুজেলের সুচিকিৎসার ব্যবস্থাও করা হয়। তাঁকে কলকাতায় আনার সময় সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন। মৃতের পরিবারের দাবি মেনে, বরুণ গুজেলের ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্টের অপেক্ষায় পরিবার।