ভাইরাসমুক্ত করতে ডেটল জলে টাকা ধুয়ে, শুকিয়ে লেনদেন মুদিখানা দোকান মালিকের
করোনা সংক্রমণ রুখতে অভিনব উদ্যোগ নদিয়ার তাহেরপুরের এক মুদিখানা মালিক সঞ্জয় মোদকের।
নদিয়া: করোনা সংক্রমণ রুখতে অভিনব উদ্যোগ নদিয়ার তাহেরপুরের এক মুদিখানা মালিক সঞ্জয় মোদকের। ভাইরাসমুক্ত করতে ডেটল জলে ধুয়ে নিচ্ছেন টাকা, আবার ডেটল জলে ধোওয়া টাকাই ফেরত দিচ্ছেন ক্রেতাদের।
বাটিতে ডেটল গোলা জল! তার মধ্যেই টাকা-কয়েন চুবিয়ে নিচ্ছেন ব্যবসায়ী। টাকা শুকোচ্ছে রোদে! ক্রেতাদের বক্তব্য, উদ্যোগটা ভাল লাগল, উনি যা করছেন, তা ভাল করছেন। স্থানীয় এক বাসিন্দার কথায়, লকডাউনের সময় থেকেই করছেন, ওনার মধ্যে যে ডিসিপ্লিন আছে, তা সবার মেনে চলা হয়।
প্রসঙ্গত, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গোটা রাজ্যে এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২৬ হাজার ৯১৪ জন। হাসপাতালে আইসোলেশনে ৩৮৫ জন রয়েছেন। নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯৭ জনের শরীর থেকে। এই পরিস্থিতিতে রাজ্যে এবার বেসরকারি হাসপাতালকেও করোনা পরীক্ষার অনুমোদন দিল কেন্দ্র। সোমবার থেকে ট্রপিক্যাল অফ মেডিসিনে পরীক্ষা। করোনা পরীক্ষা হবে অ্যাপোলো হাসপাতালেও।