এক্সপ্লোর
Advertisement
করোনা-সতর্কতা: জমায়েত এড়াতে অভিনব উদ্যোগ, ফুটপাতেই রক্তদান শিবির
করোনা-সতর্কতায় বড় জমায়েত এড়ানোর পরামর্শ দিয়েছে প্রশাসন। যার প্রভাব পড়েছে রক্তদান শিবিরগুলিতে। জমায়েত এড়াতে কোথাও রক্তদান শিবির বাতিল করা হচ্ছে, কোথাও পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে এর মধ্যে শিলিগুড়িতে দেখা গেল অন্যরকম উদ্যোগ।
সনত্ ঝা, শিলিগুড়ি: করোনা-সতর্কতায় বড় জমায়েত এড়ানোর পরামর্শ দিয়েছে প্রশাসন। যার প্রভাব পড়েছে রক্তদান শিবিরগুলিতে। জমায়েত এড়াতে কোথাও রক্তদান শিবির বাতিল করা হচ্ছে, কোথাও পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে এর মধ্যে শিলিগুড়িতে দেখা গেল অন্যরকম উদ্যোগ।
ফুটপাথে ছোট্ট ক্যাম্প করে শুরু হয়েছে রক্তদান শিবির। পথচলতি মানুষ এগিয়ে আসছেন। তেমন জমায়েতও হচ্ছে না। আবার রক্ত সংগ্রহও হচ্ছে।
শিলিগুড়ির কয়েকজন যুবক এই উদ্যোগ নিয়েছেন।অনেকেই রক্ত দান করতে আসছেন।
এক রক্তদাতা ঋষি কানুনগো বলেছেন, এই সময় ঘরে বসে থাকলে হবে না, সবাইকে উদ্যোগী হতে হবে, অন্যরা এগিয়ে আসুন।
শিলিগুড়ির হাসপাতাল মোড়ে ফুটপাথে শুরু হয়েছে রক্তদান শিবির। এবার শিলিগুড়ির অন্যত্র এধরনের ক্যাম্পের আয়োজন করতে চান আয়োজকরা।
অন্যতম আয়োজক প্রদীপ নন্দীর বক্তব্য, রক্তের সঙ্কট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জমায়েত এড়িয়ে রাস্তার ধারে রক্তদান শিবিরের আয়োজন করেছি। অন্যত্রও হবে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রক্তদান শিবির করা নিয়ে আলাদা কোনও নিষেধাজ্ঞা নেই। এই নিয়ে প্রচার চালানো হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement