এক্সপ্লোর
আজকের রাশিফল
![আজকের রাশিফল Daily Horoscope আজকের রাশিফল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/03091516/horoscope3-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মেষ
আজ এমন কিছু খবর পাবেন যা আপনার মানসিক উত্তেজনা বাড়িয়ে দেবে । বহু পুরনো কোনও ইচ্ছাপূরণ হতে পারে । গুরুত্বপূর্ণ কোনও কাজে স্ত্রীকে সঙ্গে নিন । সন্তানের উপর বিশ্বাস রাখুন ।
বৃষ
আজ অপমানের জেরে রক্তচাপ বাড়তে পারে । একঘেয়েমি কাটাতে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন । সহকর্মীদের সঙ্গে ঐক্য বজায় রাখুন । বেশি খরচে সংসারে অশান্তি ।
মিথুন
মনে কোনও কারণে আজ অবসাদ আসতে পারে । ফাটকা ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে । রক্তপাতের যোগ আছে, সাবধান । কর্মস্থানে একটু ঝামেলা বাধতে পারে ।
কর্কট
আজ পুরনো কোনও রোগের উপশম হতে পারে । আয় বৃদ্ধি পাওয়ার জন্য মনে আনন্দ বৃদ্ধি। পুরনো কোনও পাওনা পেতে পারেন । বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। কারও উপকার করে মনে আনন্দ ।
সিংহ
আজ সারা দিন কর্মক্ষেত্রে খুব ব্যস্ততার মধ্যে কাটাতে হবে । নীতিবাচক কথা বলার জন্য অপদস্থ হতে হবে । আপনার স্বপ্ন আজ দুশ্চিন্তার কারণ হতে পারে । সন্তানদের কোনও কারণে খবর আসতে পারে।
কন্যা
আজ কর্মস্থানে আপনাকে করুণার পাত্র হতে হবে । দিনের মধ্য ভাগে প্রয়োজনীয় কাজ মিটিয়ে নেওয়াই ভাল । আজ কোনও সুখবর পেতে পারেন । আপনার মধুর ব্যবহার সংসারে শান্তি নিয়ে আসবে ।
তুলা
আজ সারা দিন সব কাজ খুব ভেবে করবেন, আপনার জন্য কেউ দুঃখ পেতে পারে । সকালে কর্মে একটু বাধা থাকলেও পরে কেটে যাবে । ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে । প্রেমে জটিলতা ।
বৃশ্চিক
কোনও বিষয়ে চিন্তিত থাকায় অশোভন আচরণ করে ফেলতে পারেন । আজ কর্মে আপনার অভিজ্ঞতা দেখানোর সুযোগ পাবেন । সংসারে জটিলতা আসতে পারে । কারও বিপক্ষে যাবেন না ।
ধনু
আজ আপনার উন্নতির প্রচেষ্টা আপনাকে এগিয়ে নিয়ে যাবে । কেনাবেচার জন্য সময়টা ভাল নয় । ছোট কারও কাছ থেকে অপমানিত হতে পারেন । বিদ্যার্থীদের জন্য শুভ সময় ।
মকর
আজ যে কোনও কাজে আপনি পরিবারকে সঙ্গে পাবেন । পাওনা অর্থ পাওয়ার সংকেত আছে । পুরনো সহকর্মীর সঙ্গে আবার দেখা হতে পারে । আজ কারওকে কোনও কথা দেওয়া ভুল হবে ।
কুম্ভ
আজ প্রতিবাদী মনোভাব ছেড়ে দেওয়াই ভাল হবে । হঠাৎ করে অকারণে মামলায় জড়িয়ে পরতে পারেন । কর্মক্ষেত্রে জটিলতা থাকলে সেটা মিটে যাবে । সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে ।
মীন
অতিরিক্ত রসিকতাই আপনার ঝামেলার কারণ হতে পারে । আজ বন্ধুর ওপর ভরসা করতে পারেন, ফল ভাল হবে । বিশেষ কোনও কাজের ঝুঁকি নেবেন না । প্রেমে তৃতীয় কেউ এসে যেতে পারে । জ্যোতিষ শ্রী জয়দেব
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)