এক্সপ্লোর
Advertisement
আজকের রাশিফল
মেষ
অপেক্ষা করুন, ভাল ফল পাবেন । তবে ব্যবসায় কোনও অশান্তি বাধতে পারে । বুকের কোনও সমস্যা বৃদ্ধি । পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা । পড়াশোনার জন্য দূরে ভ্রমণ ।
বৃষ
যে কোনও দিক দিয়ে অর্থ আসতে পারে । প্রেমের ব্যাপারে মানসিক আনন্দ । আত্মীয়র সঙ্গে কোনও বিবাদের জন্য কর্ম নিয়ে চিন্তা । বিদেশে কোনও বন্ধুর খবর আসতে পারে ।
মিথুন
কোনও ভাল কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে । কর্মস্থানে কাজের নৈপুণ্যর জন্য সুনাম । গঠন মূলক কোনও কাজে উন্নতি । প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে ।
কর্কট
আজ জলপথে ভ্রমণ করবেন না, বিপদ হতে পারে । শত্রুর জন্য ব্যবসার ক্ষতি । বাড়তি কোনও আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে । শিল্পীদের জন্য ভাল সময় ।
সিংহ
প্রেমের ব্যাপারে মনে অবসাদ বাড়তে পারে । ব্যবসার দিকে লাভ বৃদ্ধি । বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে , পড়ে থাকা কাজ সেরে ফেলুন । পেটের কোনও সমস্যা হতে পারে ।
কন্যা
আজ সারাদিন আনন্দর ভিতর দিয়ে কাটতে পারে । বাড়িতে একটা মনের মত পরিবেশ পেতে পারেন, ব্যবসার দিকে খুব ভাল সুযোগ । আজ কোনও কঠিন সমস্যার সমাধান হতে পারে ।
তুলা
গুরুদেবের সঙ্গে থাকার জন্য মনে শান্তি । নতুন কোনও কাজে ঝোঁক বৃদ্ধি । কোনও হাতের কাজের জন্য আপনার সুনাম বাড়তে পারে । ব্যবসা ক্ষেত্রে চিন্তা থেকে মুক্তি ।
বৃশ্চিক
আপনি আজ লোকের কাছে খুব গুরুত্ব পাবেন, কোনও শত্রুর জন্য মনে ভয় বাড়তে পারে । কোনও প্রিয়জনের খবর না পেয়ে মন খারাপ । ব্যবসার দিকে কোনও উন্নতির যোগ ।
ধনু
আজকের দিনটি ভাল খারাপ মিশিয়ে যাবে । বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে । মানসিক কষ্ট থাকবে আজ, জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি । বাড়তি কোনও কাজের চাপ ।
মকর
আজ কোনও জটিল ব্যধি থেকে মুক্তি । নানা অশান্তির ভিতর দিয়ে দিনটি কাটবে, ধর্ম ব্যাপারে অর্থ সাহায্য । সম্পত্তি নিয়ে আইনের সাহায্য নিতে হতে পারে । শিল্পীদের জন্য খুব ভাল সময় ।
কুম্ভ
ব্যবসার দিকে মন্দা হতে পারে । বিবাহ ব্যাপারে অশান্তি । বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা করতে পারেন। বিকেলের দিকে শুভ পরিবর্তন হতে পারে । বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন ।
মীন
বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন । প্রেমে অশান্তি বিচ্ছেদ আনতে পারে । চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে । ব্যবসার দিকে কোনও নতুন সুযোগ আসতে পারে । জ্যোতিষ শ্রী জয়দেব
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement