Dilip Ghosh Vs TMC: ইকো পার্কে 'সব বেচে দে' লেখা টি-শার্ট পরে শরীরচর্চায় যুব তৃণমূল কর্মীরা, কটাক্ষ দিলীপের
এই নিয়ে দ্বিতীয় দিনে মর্নিং ওয়াক নিয়ে তৃণমূল-বিজেপি টক্কর...
কলকাতা: এই নিয়ে দ্বিতীয় দিন। ফের মর্নিং ওয়াক নিয়ে তৃণমূল-বিজেপি টক্কর।
গতকালের পর আজও সল্টলেকের ইকো পার্কে তৃণমূলের রাজারহাট-নিউটাউন শহর সভাপতির নেতৃত্বে যুব তৃণমূল কর্মীদের 'সব বেচে দে' লেখা টি-শার্ট পরে শরীরচর্চা করতে দেখা যায়।
কেন্দ্রের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি বলে জানিয়েছেন এক যুব তৃণমূল নেতা। ইকো পার্কে প্রাতর্ভ্রমণকারী বিজেপি রাজ্য সভাপতিকে 'তারকাটা দিলীপ' বলে কটাক্ষও করেছেন তিনি।
এর আগে, গতকালও 'সব বেচে দে' লেখা টি-শার্ট পরে ইকো-পার্কে মর্নিং ওয়াক করতে দেখা গিয়েছিল তৃণমূলের যুব কর্মীদের। মুখে কোনও কথা নেই, তবে পরণে টি-শার্টে লেখা ‘সব বেচে দে’।
বিধানসভা ভোটের এখনও কয়েক মাস দেরি। ক্রমেই বিভিন্ন ইস্যুতে যুযুধান তৃণমূল-বিজেপির তাল ঠোকাঠুকিতে সরগরম রাজ্য রাজনীতি। তবে এদিন বক্তব্য, পাল্টা বক্তব্য নয়, যা হল সবই নীরবে।
এ দৃশ্য দেখে অনেকে রসিকতা করে একে ‘সাইলেন্ট স্লেজিংও’ বলছেন। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই আর্থিক বোঝা কমাতে একে একে ২৮টি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। হালফিলে রেলেরও একাধিক রুটে বেসরকারি ট্রেন চালানোর সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্র।
এই প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে প্রায় সব বিরোধীদলই! গত ২৬ নভেম্বর বামেদের ডাকা ধর্মঘটের অন্যতম প্রধান ইস্যুই ছিল মোদি সরকারের বিলগ্নিকরণের বিরোধিতা।
যদিও, তৃণমূলের যুব কর্মীদের কর্মসূচি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। বলেন, মর্নিং ওয়াক রাজনীতির জায়গা নয়।
তিনি বলেন, এটা রাজনীতির জায়গা নয়। মোদির ফিট ইন্ডিয়া মন্ত্রে অনুপ্রাণিত হয়েই যুব তৃণমূল কর্মীদের শরীর চর্চা বলে পাল্টা কটাক্ষ দিলীপের।