এক্সপ্লোর
Advertisement
সরকারি নাট্য কর্মশালায় ছাত্রীদের কুপ্রস্তাব, কাঠগড়ায় পরিচালক প্রেমাংশু রায়, তদন্তের নির্দেশ নবান্নের
বর্ধমান: সরকারি নাট্য কর্মশালায় ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ। কাঠগড়ায় নাট্য কর্মশালার প্রশিক্ষক তথা পরিচালক প্রেমাংশু রায়। বর্ধমানের ঘটনায় নবান্নের নির্দেশে তদন্তে তথ্য সংস্কৃতি দফতর। যোগাযোগ করেও প্রতিক্রিয়া মেলেনি পরিচালকের।
মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের অধীনস্থ রেপারটারির উদ্যোগে, ৮ তারিখ থেকে বর্ধমানের রবীন্দ্র ভবনে একটি সরকারি নাট্য কর্মশালার আয়োজন করা হয়। সেই সরকারি নাট্য কর্মশালাতেই ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল, প্রশিক্ষক তথা পরিচালক প্রেমাংশু রায়ের বিরুদ্ধে।
ঘটনার প্রতিবাদে ফেসবুক লাইভে সরব কর্মশালায় অংশ নেওয়া ছাত্রীরা। ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে নাট্য জগতে! নাট্য কর্মশালা উপলক্ষ্যে বর্ধমান ভবনে ছাত্রছাত্রীদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। ছাত্রীদের অভিযোগ, সেখানেই তাঁদের কুপ্রস্তাব দিয়েছেন প্রশিক্ষক প্রেমাংশু রায়।
রাজি না হলে কাজ না দেওয়া...এমনকী ব্রাত্য বসুর নাম করেও তাঁদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ছাত্রীদের।
বিষয়টি জানাজানি হতেই নবান্নের নির্দেশে তদন্তে নেমেছে তথ্য সংস্কৃতি দফতর। বর্ধমান ভবনে গিয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলেছে পুলিশ। এদিন ঘটনাস্থলে যান পূর্ব বর্ধমানের তথ্য সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী। প্রশিক্ষককে নিয়ে অভিযোগ, তাই তাঁকে প্রশিক্ষণের যাবতীয় কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনা নিয়ে নাট্য জগতে নিন্দার ঝড়। এনিয়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসুর প্রতিক্রিয়া,বিষয়টা কিছুটা শুনেছি। ফিরে এসে বিস্তারিত খবর নেব। কোনও অন্যায়কে সমর্থন করিনি, আজও করছি না।
৮ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলার কথা ছিল এই সরকারি নাট্য কর্মশালা। কিন্তু এই চাঞ্চল্যকর অভিযোগ ওঠার পর, একদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে কর্মশালা।যদিও এবিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও নাট্য কর্মশালার প্রশিক্ষক তথা পরিচালক প্রেমাংশু রায়ের প্রতিক্রিয়া মেলেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement