এক্সপ্লোর
জকপুরের কাছে লাইনচ্যুত মালগাড়ি, ব্যাহত হাওড়া দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল

হাওড়া: প্রায় ১২ ঘণ্টা পরে স্বাভাবিক হল হাওড়া খড়গপুর শাখার রেল চলাচল। গতকাল রাত দশটা নাগাদ জকপুরে একটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় বিপর্যস্ত হয় রেল চলাচল। আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ আপ লাইনে ট্রেন চলাচল শুরু হলেও ডাউন লাইনে তা চালু করা যায়নি। সাড়ে দশটা নাগাদ মালগাড়িটি সরিয়ে নিয়ে গেলে ওই লাইনে রেল পরিষেবা চালু হয়। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, ঘটনার জেরে দুরন্ত সহ একাধিক হাওড়ামুখী ট্রেন গতকাল রাত থেকে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ছিল। সাড়ে দশটার পর পরিষেবা চালু হওয়ায় ওই ট্রেনগুলিকে রওনা করে দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















