Mamata Banerjee-Jagdeep Dhankhar: ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত, বাংলায় শিল্পে লগ্নি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি ধনকড়ের
Governor West Bengal Jagdeep Dhankhar: ফের সামনে চলে এল সরকার-রাজ্যপাল সংঘাত। সূত্রের খবর, রাজ্যের শিল্পে বিনিয়োগ টানতে সোমবার রাজ্যপালকে বিদেশে যেতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।
কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ এবং রাজীব চৌধুরী, কলকাতা: একদিনেই সৌজন্য বদলালো সংঘাতে। শিল্প সম্মেলনে আমন্ত্রণের পরেই লগ্নি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপাল জগদীপ ধনকড়ের। আইনের শাসন নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ। সোমবার সন্ধেয় রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে, ধরা পড়েছিল সৌজন্যের এই ছবি। তারপর ২৪ ঘণ্টাও কাটেনি।
ফের সামনে চলে এল সরকার-রাজ্যপাল সংঘাত। সূত্রের খবর, রাজ্যের শিল্পে বিনিয়োগ টানতে সোমবার রাজ্যপালকে বিদেশে যেতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। তাতে সম্মতি জানিয়ে পাশে থাকার বার্তাও দেন জগদীপ ধনকড়। এর২৪ ঘণ্টার মধ্যেই মঙ্গলবার দুপুরে জোড়া ট্যুইট করেন তিনি। তাতে ২০২০ সালের ২৫ অগাস্ট মুখ্যমন্ত্রীকে লেখা এই চিঠি পোস্ট করে, রাজ্যপাল লিখেছেন, ৫ বারের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে, এক বছর আগে মুখ্যমন্ত্রীর কাছে যে বিষয়গুলি তুলেছিলাম, তার প্রতিক্রিয়া না পাওয়ায় আমি উদ্বিগ্ন। শিল্প-প্রস্তাব নিয়ে সাফল্যের দাবিকে মিথ্যে প্রমাণ করছে বাস্তব অবস্থা। আইনের শাসন, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা বিনিয়োগের জন্য অপরিহার্য। এই প্রেক্ষাপটে আরও অনেক কিছু করা দরকার।
আরও পড়ুন, আচমকাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ কোটি টাকা, ভয় গ্রাস করল দরিদ্র পরিবারটিকে
দ্বিতীয় ট্যুইটে আরও ঝাঁঝ বাড়িয়ে রাজ্যপাল লেখেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে স্বচ্ছতা ও দায়িত্বের সঙ্গে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কারণ, শুধুমাত্র বিজ্ঞাপন এবং বিবৃতির ওপর ভরসা না করে তথ্যের পবিত্রতা যাচাই করা আমাদের কর্তব্য। সূত্রের খবর, রাজ্যপালের এই ট্যুইট নিয়ে ঘনিষ্ঠমহলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস সুখেন্দুশেখর রায় বলেন, "এটার নিয়ম এজি বেঙ্গল হিসেব করবে, রাজ্যপালকে পাঠান, তিনি সেটা বিধানসভায় পেশ করেন, তাহলে এজি বেঙ্গলকে বলছেন না কেন।"
স্বাভাবিকভাবেই রাজ্যপালের ট্যুইটকে সমর্থন জানিয়েছে বিজেপি। রাজ্যে শিল্পে বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসও। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বলেন, "পশ্চিমবঙ্গের একটাই শিল্প, পরিযায়ী শিল্প। আরব দুনিয়ায় পাঠিয়ে দাও। বাইরের রাজ্য পাড়ি দাও। টাকা নিয়ে এসো। পশ্চিমবঙ্গ সরকারের কোনও মিশন নেই। পশ্চিমবঙ্গে সব শিল্পের সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একের পর এক বিজনেস সামিট করেছেন। এক একটা বিজনেস সামিট মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন। দু লক্ষ তেতাল্লিশ হাজার কোটির বর্ণনা দিয়েছেন। সে সমস্ত শিল্প গেল কোথায়?" ২০ ও ২১ এপ্রিল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।