এক্সপ্লোর
দুর্ঘটনায় লাগাম পরাতে বেসরকারি বাস ও মিনিবাস থেকে কমিশন প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য

কলকাতা: রেষারেষির জেরে বাস দুর্ঘটনায় লাগাম পরাতে বেসরকারি বাস ও মিনিবাস থেকে কমিশন প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মালিকদের একাংশ একাংশ এই সিদ্ধান্ত সমর্থন করেছে। আরেক অংশ চেয়েছে এ ব্যাপারে স্পষ্ট নির্দেশিকা। বর্তমানে বাসের চালক ও কন্ডাক্টররা বেতনের সঙ্গে দৈনিক কমিশন পান। সারা দিনে বাসে যা টিকিট বিক্রি হয় তার ১২ শতাংশ কমিশন হিসেবে পান চালক, ৬ শতাংশ করে পান দুই কন্ডাক্টর। যত বেশি টিকিট বিক্রি তত বেশি কমিশন। ফলে, কমিশনের অঙ্ক বাড়াতে বেশি যাত্রী তোলার লক্ষ্যে শুরু হয় বাসে বাসে রেষারেষি। ঘটে দুর্ঘটনা। এই দুর্ঘটনার রেশ টানতে বৃহস্পতিবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন বাস মালিকদের সংগঠনের সদস্য, ট্রাফিক পুলিশের আধিকারিক ও পরিবহণ কর্তারা। ঠিক হয়েছে, কমিশন প্রথা তুলে দিয়ে নির্দিষ্ট বেতন চালু করা হবে বাসকর্মীদের। পাশাপাশি বৈঠকে একটি কমিটি গঠন করা হয়। এবার থেকে ওই কমিটিই ঠিক করবে রুট পারমিট ও টাইম টেবল তৈরির কাজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















