এক্সপ্লোর
Advertisement
মেধা তালিকায় প্রথম দশে ৮০ জন, উচ্চ মাধ্যমিকেও জেলার জয়জয়কার
কলকাতা: মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও জেলার জয়জয়কার। মেধা তালিকায় প্রথম দশে ৮০ জন। প্রথম জলপাইগুড়ি জেলা স্কুলের কলা বিভাগের ছাত্র গ্রন্থন সেনগুপ্ত। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। পার্সেন্টেজ ৯৯.২।
দ্বিতীয় পূর্ব মেদিনীপুরের তমলুক হ্যামিল্টন হাইস্কুলের ঋত্বিককুমার সাহু। প্রাপ্ত নম্বর ৪৯৩। পার্সেন্টেজ ৯৮।
যুগ্ম তৃতীয় বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের তিমিরবরণ দাস ও পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের শাশ্বত রায়। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৪৯০। পার্সেন্টেজ ৯৮। চতুর্থ স্থানে রয়েছে ৬ জন।
হুগলির উত্তরপাড়া মডেল স্কুলের সৌরদীপ নাথ। উত্তর দিনাজপুরের ইসলামপুর হাইস্কুলের সায়নকুমার দাস। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের অর্কদীপ গুঁই। হুগলির সিঙ্গুর মহামায়া হাইস্কুলের দিব্যদূত শাসমল। কোচবিহার মণীন্দ্রনাথ হাইস্কুলের জয়দীপ ভৌমিক। বাঁকুড়ার মধুবন গোয়েঙ্কা বিদ্যালয়ের অন্বয় চট্টোপাধ্যায়। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৮৭। পার্সেন্টেজ ৯৭.৪।
পঞ্চম স্থানে রয়েছে ১২ জন।
কলকাতার যাদবপুর বিদ্যাপীঠের অভ্রদীপ্তা ঘোষ। পশ্চিম মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের আর্য সামন্ত। বাঁকুড়ার রানিবাঁধ হাইস্কুলের অণিমা গড়াই। নদিয়া স্প্রিংডেল হাইস্কুলের অনিরুদ্ধ দত্ত। পুরুলিয়া জেলা স্কুলের অনুভব চক্রবর্তী। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুলের সৌভিকরাজ মাইতি। হুগলির পাণ্ডুয়া শশীভূষণ সাহা হাইস্কুলের মহম্মদ সরিফুল ইসলাম। বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সুতনয় ভট্টাচার্য। মুর্শিদাবাদের বহরমপুর জেএন অ্যাকাডেমির শুভাশিস ঘোষ। বীরভূমের দুবরাজপুর শ্রীশ্রী সারদা বিদ্যাপীঠের রমিক দত্ত। কলকাতার পাথফাইন্ডার পাবলিক স্কুলের অরিত্র রায়। বাঁকুড়ার ওন্দা হাইস্কুলের বিশাল গঙ্গোপাধ্যায়। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৮৬। পার্সেন্টেজ ৯৭.২।
ষষ্ঠ স্থানে ১০ জন।
কলকাতার পাঠভবন স্কুলের তন্নিষ্ঠা মণ্ডল। হুগলি উত্তরপাড়া গার্লস হাইস্কুলের মধুরিমা মুখোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের নয়নিকা রায়। কলকাতার নব নালন্দা হাইস্কুলের সাগ্নিক তালুকদার। নদিয়ার চাকদহ রামলাল অ্যাকাডেমির কিশলয় সরকার। হুগলির বিনোদিনী গার্লস হাইস্কুলের দেবদত্তা পাল। হাওড়ার ঝিকরা হাইস্কুলের সপ্তর্ষি মণ্ডল। বর্ধমানের কাটোয়া কাশীরাম দাস ইন্সটিটিউশনের দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের নীলমাধব দত্ত। হুগলির আরামবাগ হাইস্কুলের কুন্তল বিট। এদের প্রাপ্ত নম্বর ৪৮৫।
সপ্তম স্থানে ৪ জন।
কলকাতার বেথুন কলেজিয়েট স্কুলের দিশা ঘোষ। দার্জিলিঙের শিলিগুড়ি গার্লস হাইস্কুলের রীতিকা কাঞ্জিলাল। আলিপুরদুয়ার কামাক্ষ্যাগুড়ি হাইস্কুলের হৃদমকুমার দাস।বাঁকুড়ার সারেঙ্গা মহাত্মাজী স্মৃতি বিদ্যাপীঠের অংশুমান বন্দ্যোপাধ্যায়। হুগলির সিঙ্গুর মহামায়া হাইস্কুলের গার্গী চট্টোপাধ্যায়। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৮৪।
অষ্টম স্থানে রয়েছে ১২ জন।
নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের জিষ্ণু বিশ্বাস। হুগলির ইছাপুর হাইস্কুলের রাজশেখর চট্টোপাধ্যায়। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের রৌনক পাত্র।উত্তর ২৪ পরগনার কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দিরের বিশ্বজিৎ দত্ত ও বিড়া বল্লভপাড়া হাইস্কুলের দেবজিৎ দে। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অর্ঘ দে। মুর্শিদাবাদের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলের দেবশুভ্র চক্রবর্তী। বীরভূমের কোটাসুর হাইস্কুলের অনীশা মণ্ডল। বর্ধমান টাউন স্কুলের সায়ন্তন চক্রবর্তী। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাইস্কুলের অনন্যা ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শ্রেয়াংশ চট্টোপাধ্যায়। বাঁকুড়া রামসাগর হাইস্কুলের কৃষ্ণেন্দু কুণ্ডু। এদের প্রাপ্ত নম্বর ৪৮৩।
নবম স্থানে রয়েছে ১৫ জন।
কলকাতার বিদ্যাভারতী হাইস্কুলের শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। হুগলির উত্তরপাড়া গভর্নমেন্ট হাইস্কুলের বিকাশরাজ পাল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ললিতমোহন আদর্শ বিদ্যালয়ের প্রত্যুষা সাহা। কলকাতার অন্ধ্র অ্যাসোসিয়েশন হাইস্কুলের নিশা যাদব। পশ্চিম মেদিনীপুরের ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের দীপ্তম জানা। হুগলির আরামবাগ হাইস্কুলের সৌভিক চন্দ্র। নদিয়ার স্প্রিংডেল হাইস্কুলের অনুশ্রী মজুমদার। বর্ধমান্র কালনা অম্বিকা মহিষমর্দিনী হাইস্কুলের সুরজিৎ মাতব্বর। জলপাইগুড়ির সুখানি ভোলাপাড়া হাই মাদ্রাসার আফরোজা বানু। পূর্ব মেদিনীপুরের দিমারি হাইস্কুলের সৌমেন মাজি। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের অভীক ঘোষ। কোচবিহারের শীতলকুচি হাইস্কুলের সরফরাজ আলম। হুগলির দৌরহাট্টা রাজেশ্বরী ইন্সটিটিউশনের সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের মণীন্দ্রনাথ হাইস্কুলের জাহ্নবী পাল। ঝাড়গ্রাম কে কে ইন্সটিটিউশনের অর্পণ দ্বিবেদী। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৮২।
দশম হয়েছে ১৬ জন।
কলকাতার নব নালন্দা হাইস্কুলের তীর্থশঙ্কর বাছাড়। হুগলির জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়ের শ্রাবণী দত্ত। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়েশ সাউ। কলকাতার পাথফাইন্ডার হাইস্কুলের সায়নী দত্ত। হুগলির পোড়াবাজার ডিএমইউ বিদ্যালয়ের অর্ণবকুমার মল্লিক। কোচবিহারের পতাকামারী রাজেন্দ্রনাথ হাইস্কুলের রীতিকা বর্মণ।বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সমিধ ঘোষ। বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের মহম্মদ চন্দন আলি। বাঁকুড়ার সিমলাপাল মদনমোহন হাইস্কুলের তন্ময় পতি। কোচবিহারের সাহেবগঞ্জ হাইস্কুলের অনুকূল বর্মণ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের রূপম পাল। কোচবিহার জেনকিন্স স্কুলের মেহেদ উদ জামান। পূর্ব মেদিনীপুরের তমলুক হ্যামিলটন হাইস্কুলের রোহিত বেরা। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজিয়েট স্কুলের অমৃতাংশু মাহিষ। বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের সায়ন কর্মকার ও কোচবিহারের গোঁসাইহাট হাইস্কুলের নন্দিতা বর্মণ। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৮১।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement