Hooghly Lottery: লটারিতে কোটিপতি দিনমজুর ভীম, তাঁর কোটির-টিকিট কিনতে চাইছেন অনেকে
Lottery: এবার এই দিনমজুরের আর্থিক কষ্ট দূর হবে।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির দাদপুরের হারিট পঞ্চায়েতের আদনা গ্রামের বাসিন্দা ভীম ভূমিজ। দিন কয়েক আগে লটারির টিকিট কাটেন তিনি। এরপর পরশু রাতে তিনি জানতে পারেন, সেই টিকিটেই ১ কোটি টাকার পুরস্কার পেয়েছেন। তিনি স্থানীয় বাসিন্দা সুভাষ ঘরাকে বিষয়টি জানান। এরপরই থানায় ফোন করে বিষয়টি জানান সুভাষ।
দিনমজুর ভীমের আর্থিক অবস্থা খুবই খারাপ। নিজস্ব জমি জায়গা বলতে কিছুই নেই। ভাঙাচোরা মাটির বাড়িতে কোনওমতে দিনযাপন করেন তিনি। পরিবার বলতে দুই নাতি এবং এক মেয়ে। তাঁর সামান্য কিছু উপার্জনেই চলে সংসার। নুন আনতে পান্তা ফুরানো এই দিনমজুরই আজ রাতারাতি কোটি টাকার মালিক।
এই খবর স্থানীয় অঞ্চলে চাউর হতেই ভীমের ভাঙাচোরা মাটির বাড়িতে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন লোকজন।
কোটিপতি হওয়া প্রসঙ্গে ভীম বলেছেন, তিনি নিয়মিত লটারির টিকিট কাটতেন না। মাঝেমধ্যে লটারির টিকিট কাটতেন। সারাজীবন অনেক কষ্ট করেছেন। তবুও জমি বাড়ি কিছুই করতে পারেননি। এখন একটা জমি কিনে বাড়ি করতে চান ভীম। এরই সঙ্গে তিনি কিছু টাকা দান করতে চান স্থানীয় অঞ্চলের সামাজিক কাজে।
ভীমের প্রতিবেশী সুভাষ ঘরা বলেছেন, লটারিতে কোটি টাকা পাওয়ার খবর পেতেই বেশ কিছু লোক টাকা নিয়ে হাজির হয় টিকিট কিনতে। ভীম গরিব মানুষ। যদি কোনও ঘটনা ঘটে যায়, তাই দাদপুর থানায় ফোন করে পুলিশ ডেকে ভীম ও তাঁর টিকিটটি থানায় নিয়ে যাওয়া হয়। লটারির টিকিট আপাতত থানার জিম্মায় রাখা আছে। টাকা পাওয়ার জন্য যা যা করনীয় তা করা হচ্ছে।
প্রচন্ড কষ্ট করে দিন কাটাতেন ভীম। স্থানীয় বাসিন্দাদের মতে, খুবই সৎ মানুষ তিনি। এবার তাঁর আর্থিক কষ্ট দূর হবে। তাই তাঁর লটারিতে কোটি টাকা পাওয়ার খবরে খুশি স্থানীয় বাসিন্দারা।