এক্সপ্লোর
Advertisement
Mamata Vs Suvendu Rally : আজ নন্দীগ্রামে জনসভা মমতার, দক্ষিণ কলকাতায় পদযাত্রায় শুভেন্দু
সোমবার আবারও নন্দীগ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর ত্রিসীমানায় থাকবেন না শুভেন্দু। উল্টে তৃণমূল নেত্রীর পাল্টা হিসেবে মঙ্গলবার খেজুরিতে সভা করবেন, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী।
কলকাতা: ২০০৭-এর নন্দীগ্রাম আন্দোলন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় ছায়াসঙ্গী হয়ে থাকতেন শুভেন্দু অধিকারী। কিন্তু ১৪ বছরের ফারাকে বদলে গিয়েছে প্রেক্ষাপট!
সোমবার আবারও নন্দীগ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর ত্রিসীমানায় থাকবেন না শুভেন্দু। উল্টে তৃণমূল নেত্রীর পাল্টা হিসেবে মঙ্গলবার খেজুরিতে সভা করবেন, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী।
আর সোমবার যখন নন্দীগ্রামে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন দক্ষিণ কলকাতায় বিজেপির পদযাত্রায় সামনের সারিতে থাকবেন অধিকারী পরিবারের মেজ ছেলে।
পুরুলিয়াতেও মুখ্যমন্ত্রীর পাল্টা সভা করবেন শুভেন্দু।সোমবার নন্দীগ্রামের তেখালি ব্রিজের পাশেই জনসভা করবেন তৃণমূল নেত্রী।
কলকাতা থেকে হেলিকপ্টারে নন্দীগ্রামে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা সাড়ে ১২টায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। দুপুর একটায় করবেন জনসভা।
আর নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে যা যা বলবেন, তার অক্ষরে অক্ষরে জবাব দিতে তিনিও যে পাল্টা সভা করবেন তা আগেই জানিয়ে রেখেছিলেন শুভেন্দু অধিকারী। ১৩ জানুয়ারি ভগবানপুর থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, 'মুখ্যমন্ত্রী যা বললেন পাল্টা জবাব দিতে খেজুরির হেরিয়ায় সভা করব'
সেই মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পরের দিন মঙ্গলবার, খেজুরির হেঁড়িয়ায় সভা করবেন শুভেন্দু অধিকারী। সেই মন্তব্যের কটাক্ষ করে পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ সুফিয়ান বলেন, 'শুভেন্দু গর্দার, ও কি বলল কিছু যায় আসে না'
ওইদিনই আবার খেজুরিতেই পাল্টা সভা করবে তৃণমূল। সূত্রের খবর, সেখানে থাকতে পারেন মদন মিত্র।
সোমবার দক্ষিণ কলকাতায় বিজেপির হয়ে শুভেন্দু অধিকারীর পদযাত্রা টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে রাসবিহারীর মোড় পর্যন্ত র্যালি করবে বিজেপি। পদযাত্রার শেষে হবে সভা।
অর্থাৎ মুখ্যমন্ত্রী যেখানেই সভা করছেন, সেখানেই পাল্টা সভা বা কর্মসূচির জন্য শুভেন্দু অধিকারীকেই হাতিয়ার করছে গেরুয়া শিবির। আগামী মঙ্গলবার পুরুলিয়ার হুটমুড়া ফুটবল গ্রাউন্ডে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক পরের দিনই বুধবার, পুরুলিয়ার জয়পুরে পাল্টা সভা করবেন শুভেন্দু।
কাঁথির অধিকারী পরিবারের দু’জন সদস্য ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। তৃণমূলের দুই সাংসদ শিশির অধিকারী ও তাঁর আরেক ছেলে দিব্যেন্দু কী করবেন তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে। ঠিক তখনই অধিকারী পরিবার সূত্রে খবর, সোমবার মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামের সভায় থাকছেন না শিশির অধিকারী এবং দিব্যেন্দু। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।
এই প্রেক্ষিতে সবাই তাকিয়ে, নন্দীগ্রামের সভা থেকে তৃণমূল নেত্রী কী বার্তা দেন, আর পাল্টা সভায় কী বা বলেন শুভেন্দু অধিকারী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement