Mamata Banerjee Jhargram Rally LIVE: ‘সিপিএম-এর হার্মাদরা এখন বিজেপির ওস্তাদ’, লালগড়ে মমতা
CM Mamata Banerjee Jhargram Rally LIVE Updates কর্মসূচি সেরে কলকাতায় ফির বিকেলে দলের ইস্তেহার প্রকাশ করবেন তিনি

Background
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর সাড়ে ১২টায় গোপীবল্লভপুরে জনসভা রয়েছে তাঁর। এরপর দুপুর দেড়টায় লালগড়ে সভা। এই কর্মসূচি সেরে কলকাতায় ফির বিকেলে দলের ইস্তেহার প্রকাশ করবেন তিনি। গতকাল বাঁকুড়ায় তিনটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম নির্বাচনী সভা শালতোড়া বিধানসভা এলাকায় মেজিয়া স্কুল মাঠে। দ্বিতীয় সভা ছাতনায়। তৃতীয় জনসভাটি হয় রাইপুরে।
Mamata Jhargam Speech LIVE ‘বিনামূল্যে করোনা টিকার অনুমতি দেয়নি কেন্দ্র’, লালগড়ে মমতা
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লালগড়ের জনসভায় বক্তব্য রাখছেন তিনি। বলেন, ‘রাজ্য সরকার করোনা টিকা বিনামূল্যে দেওয়ার জন্য কেন্দ্রর কাছে অনুমোদন চেয়েছিল। মোদি সরকার অনুমতি দেয়নি।’
Mamata Jhargam Rally LIVE ‘একবার বিজেপিকে ভোট দিয়ে ঠকেছেন, আর না’, লালগড়ে মমতা
আজ ঝাড়গ্রামে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে প্রথম জনসভায় বক্তব্য রাখেন তিনি। দ্বিতীয় সভা লালগড়ে। সেখানে তিনি বলেন,‘বিরসা মুণ্ডা, রঘুনাথ মুর্মু, গুরুচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিয়েছি। ৪০ শতাংশ কর্মসংস্থান হ্রাস পেয়েছে। রেল, ব্যাঙ্ক, বিএসএনএল- সব বন্ধ করে দিয়েছে। একবার বিজেপিকে ভোট দিয়ে ঠকেছেন, বিজেপি আর না।’






















