এক্সপ্লোর
Advertisement
দু বছরের হারানো মেয়েকে মায়ের কোলে ফেরাল সোশাল সাইট
উত্তর দিনাজপুর: দু’বছরের সন্তানকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন মা। কিন্তু, প্রায় মিরাকেল করে দেখাল সোশাল নেটওয়ার্কিং সাইট। তার সৌজন্যেই হারানো মেয়ে চার ঘণ্টার মধ্যে ফিরল মায়ের কোলে।
সোমবার দার্জিলিং থেকে উত্তর দিনাজপুরের রামগঞ্জে বেড়াতে আসেন রাসো বেগম। সঙ্গে ছিল দু’বছরের মেয়ে নাহেদা। রাসো বেগমের দাবি, আত্মীয়দের সঙ্গে গল্প করতে করতেই হঠাৎ তিনি দেখেন মেয়ে নেই।গোটা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও ছোট্ট নাহেদাকে খুঁজে পাওয়া যায়নি।
মেয়ে হারিয়ে মা তো প্রায় জ্ঞান হারানোর জোগাড়। সবাই যখন নাহেদাকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছে, তখনই রামগঞ্জ ফাঁড়ি থেকে ফোন আসে যে, দু’বছরের শিশুটিকে পাওয়া গিয়েছে।
কিন্তু, কীভাবে এটা সম্ভব হল? স্থানীয় সূত্রে দাবি, দরজা খোলা পেয়ে কাছের একটি চা বাগানে চলে যায় নাহেদা। সেখানকার কর্মীরাই নাহেদাকে দেখে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেন। সংস্থার কর্মীরা শিশুটিকে পৌঁছে দেন রামগঞ্জ ফাঁড়িতে। সেই সঙ্গে তার ছবি আপলোড করে দেওয়া হয় সোশাল নেটওয়ার্কিং সাইটে।
সোশাল সাইটে ছবি দেখেই স্থানীয় কয়েকজন রাসো বেগমকে বিষয়টি জানান। তিনি ফাঁড়িতে গিয়ে দেখেন দু’বছরের মেয়ে সেখানে বসে রয়েছে।
মেয়েকে ফিরে পেয়ে যেন ধড়ে প্রাণ ফিরেছে মায়ের। আর তাকে কোলছাড়াই করছেন না রাসো বেগম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement