Music Therapy on Covid19 : মিউজিক থেরাপিতে কোভিড সংক্রমিতদের নিঃসঙ্গতা, হতাশা কাটানোর উদ্যোগ
স্টেথো ছেড়ে হাতে গিটার তুললেন ডাক্তার। গলা মেলালেন সুপারও।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : সুরে সুরে কোভিড রোগীর নিঃসঙ্গতা, হতাশা কাটানোর চেষ্টা। সংক্রমিতদের জন্য মিউজিক থেরাপির উদ্যোগ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকদের দাবি, গানের মাধ্যমে তাঁদেরও কাটছে একঘেয়েমি।
সুরের সঙ্গতে যন্ত্রণা থেকে মুক্তির দাওয়াই। গানের তালে ক্লান্তি কাটানোর চেষ্টা। কোভিড সংক্রমিতরা একসঙ্গে গেয়ে উঠলেন উই শ্যাল ওভারকাম। আর তাতে সঙ্গত দিলেন পিপিই পরা স্বাস্থ্যকর্মীরা। হাত তুলে জীবনের গান গাইলেন করোনা আক্রান্তরাও। সিসিইউ, আইসিইউতে থাকা এইসব রোগীরা যেন বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা। বুঝতেই পারেন না কখন দিন হল, কখন রাত। এই পরিস্থিতিতে অনেকেরই ক্ষতি হয় মানসিক স্বাস্থ্যের। তাঁদের মনের জোর বাড়াতে মিউজিক থেরাপির দাওয়াই দিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল।
তাই স্টেথো ছেড়ে হাতে গিটার তুললেন ডাক্তার। গলা মেলালেন সুপারও। যা নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার অমিয় বেরা বলেছেন, 'বদ্ধ ঘরে রোগীর অবসাদ কাজ করছে, অন্য সময় বাড়ির লোককে দেখতে পান, এখন তাও পাচ্ছেন না, বদ্ধ ঘরে থাকলেও আমরা তাঁদের পাশে আছি সেটা বোঝাতে এটা করছি, ডাক্তার, নার্সরা যারা কাজ করছি তাদেরও ক্লান্তি রয়েছে।'
চিকিৎসকদের একাংশের মত, মিউজিক থেরাপি মানুষের মস্তিষ্ককের প্রতিটি ভাগকে উজ্জীবিত করে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক অনির্বাণ দত্ত জানিয়েছেন,'দিন-রাতের পার্থক্য মানসিক স্বাস্থ্য বোঝাতে ভীষণ প্রয়োজন, আইসিইউতে কৃত্রিম আলোর মধ্যে থাকছে, অবসাদ কাজ করে, আমরা চেষ্টা করে যেতে পারি, একটু হিউম্যান টাচ, ভরসা দেওয়া আপনাদের পাশে রয়েছি, মানসিক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে।'
বিশ্বকবির জন্মদিনে মুর্শিদাবাদ মেডিক্যালে নেওয়া হয়েছে এই উদ্যোগ। গানের মাধ্যমে শুধু আক্রান্তরা নন, সহকর্মীদেরও এভাবে মনের জোর জুগিয়ে চলেছেন এই যোদ্ধারা। কঠিন সময়ের ঘোরতর শক্ত এক লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদের। তার মাঝে এভাবে সুরের তালে আক্রান্ত-সেবকদের একাকার হয়ে যাওয়া যেন কোথাও গিয়ে আগামীর সুদিনের স্বপ্নকে জাগিয়ে তুলছে।