Chess Academy: চৌষট্টি খোপের লড়াইয়ে সাফল্য, কৃতীদের সংবর্ধিত করল দিব্য়েন্দু বড়ুয়া চেস অ্য়াকাডেমি
ABP Ananda Live: দাবায় একের পর এক রেকর্ড ভেঙেছে তারা। তৈরি করেছে নতুন রেকর্ডও। এদিন তেমনই কিছু কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দিল দিব্য়েন্দু বড়ুয়া চেস অ্য়াকাডেমি।
বাংলায় অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নে প্রশাসনিক বৈঠকে তিনি পুলিশকে এ নিয়ে সতর্ক করে মন্তব্য করেছিলেন। সেই বার্তার পাল্টা হিসাবে মমতাকে এবার কড়া চিঠি লিখলেন বিজেপি নেতা শুভেন্দু।
মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল বিএসএফ। পাল্টা পুলিশকে নিশানা শুভেন্দুর। ৫ পাতার চিঠিতে ছত্রে ছত্রে পুলিশ-রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু চিঠিতে লিখেছেন, 'ভোটব্যাঙ্কের স্বার্থে সীমান্ত রক্ষী বাহিনীকে আক্রমণ করেছেন। এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী হিসেবে সেনাদেরও আক্রমণ করলেন। যতই চ্যালেঞ্জ আসুক না কেন, কেউ সেনার মনোবল ভাঙতে পারেনি। কিন্তু একজন মুখ্যমন্ত্রী এই ধরনের অভিযোগ করলে তা মনোবলকে দুর্বল করে।' মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ বিরোধী দলনেতার।
শুভেন্দু চিঠিতে আরও লিখেছেন, 'অনুপ্রবেশকারীরা ঢোকার পরে কীভাবে পরিচয়পত্র তৈরি হয়ে যায়? কিন্তু বিএসএফের কার্যক্ষেত্রের পরিধি বাড়ানোর কথা উঠলেও বিরোধিতা করা হয়!'