আন্তর্জাতিক পাচার চক্রের হদিশ, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ নিউটাউন থেকে গ্রেফতার দুষ্কৃতী
ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম।
রঞ্জিনত সাউ, কলকাতা: বেঙ্গল এসটিএফ এবং নারায়ণপুর থানার যৌথ অভিযানে আন্তর্জাতিক আগ্নেয়াস্ত্র পাচার চক্রের হদিশ। এই চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। সূত্রে খবর, গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাট ডিরোজিও কলেজ সংলগ্ন এলাকা থেকে রবিউল লস্কর (গুটিয়াসরীফ) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র তৈরি করার সরঞ্জাম নিয়ে এসেছিল অভিযুক্তরা। তবে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তা তদন্ত করবে নারায়ণপুর থানার পুলিশ। ধৃত রবিউল লস্করকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে।