Paschim Burdwan: অসুস্থ দলীয় নেত্রীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে রাস্তায় বসে পড়ে জিতেন্দ্র তিওয়ারির পাল্টা 'আয় দেখি কে মারবি'
সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, রাজনীতির কোনও সম্পর্ক নেই, দাবি তৃণমূলের
মনোজ বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বর (পশ্চিম বর্ধমান) : পাণ্ডবেশ্বর অসুস্থ দলীয় নেত্রীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। যে ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে পড়েন জিতেন্দ্র তিওয়ারি। গোটা ঘটনা প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভের অভিযোগ বিজেপির। পুলিশের সামনেই নেতাকে হেনস্থা হতে হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। বিজেপি নেত্রীর বিরুদ্ধে অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ আছে, তারই ক্ষোভের বহিঃপ্রকাশ পাল্টা দাবি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্র চক্রবর্তীর।
পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারির অন্তর্গত খোট্টাডিহি গ্রামে দলীয় নেত্রী সোনালি গিরিকে দূর্গাপুরের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি দেখতে গেলে উত্তেজনা ছড়ায় বুধবার। প্রাক্তন তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারির গাড়ি ঘিরে চলে দফায় দফায় বিক্ষোভ। টানা বিক্ষোভের মাঝে মেজাজ হারিয়ে রাস্তায় বসে পড়ে পাল্টা বিক্ষোভকারীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন 'আয় কে মারবি দেখি, আয়'। ঘটনাস্থল ক্রমস উত্তপ্ত হওয়ায় এসে পৌঁছয় বিশাল পুলিশবাহিনীও। বেশ কিছুক্ষণ এভাবে বসে থাকার পর অবশ্য শেষমেশ পুলিশের মধ্যস্থতায় তিনি উঠে যান। যদিও বিক্ষোভপর্ব ঘিরে তৃণমূলের দিকে অভিযোগ বিজেপি ও জিতেন্দ্র তিওয়ারির। তাদের অভিযোগ, নিতাই মণ্ডল নামে তৃণমূল কর্মীর নেতৃত্বে পরিকল্পিত বিক্ষোভ দেখানো হয়েছে।
জিতেন্দ্র তিওয়ারিকে শারীরিকভাবে হেনস্থা করারও অভিযোগ করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। পুলিশকে গতকাল আগে থেকে সফর সম্পর্কে জানানো হয়েছিল, তারপরও কীভাবে এমন বিক্ষোভের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন জিতেন্দ্র তিওয়ারি। যদিও প্রাক্তন তৃণমূল তথা বর্তমান বিজেপি নেতার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধান নরেন্দ্র চক্রবর্তী। তাঁর দাবি, স্থানীয় মানুষের থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিলেন ওই বিজেপি নেত্রী। তাই জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে যে বিক্ষোভ এদিন হয়েছে তা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তবে গোটা ঘটনা নিয়ে আপাতত যথেষ্ট উত্তপ্ত পাণ্ডবেশ্বরের রাজনৈতিক আবহ।