স্কুল পরিদর্শনে এসে পাঁচিল টপকে দৌড়ে ইভটিজার ধরলেন মহকুমা শাসক
পূর্ব বর্ধমান: স্কুলের মিড ডে মিল পরিদর্শনে এসে পাঁচিল টপকে তাড়া করে ইভটিজার ধরলেন মহকুমাশাসক। অভিযুক্ত চার যুবককে তুলে দেওয়া হল কালনা থানার পুলিশের হাতে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার শশীবালা সাহা গার্ল হাইস্কুলে। এদিন মিড ডে মিল পরিদর্শনে আসেন মহকুমাশাসক নিতিন সিঙ্ঘানিয়া। ছাত্রীরা তাঁর কাছে অভিযোগ করে, স্কুলে আসা-যাওয়ার পথে প্রতিদিন উত্যক্ত করে এলাকার কিছু যুবক। এক ছাত্রী বলে, স্কুলে আসার সময় পিছু নেয়, ডাকে। না শুনলে ঢিল ছোঁড়ে। আরেক ছাত্রীর অভিযোগ, স্কুলের মাঠে ঢুকেও বিরক্ত করে। শুধু তাই নয়, প্রধান শিক্ষিকার দাবি, ইভটিজারদের দৌরাত্ম্যে রাস্তার পাশের ক্লাস সরিয়ে নিয়ে যেতে হয়েছে অন্য ঘরে। মহকুমাশাসকের দাবি, হঠাত্ তিনি লক্ষ্য করেন, পাঁচিলের ওপার থেকে নবম শ্রেণির ক্লাসের ছাত্রীদের উত্যক্ত করছে চার যুবক। কাউকে কিছু না বলে, হঠাত্ই পাঁচিল টপকে দৌড় লাগান মহকুমা শাসক। পিছু ধাওয়া করেন ইভটিজারের। মিনিট পাঁচেক ধরে ধাওয়া করে ধরে ফেলেন ২ ইভটিজারকে। স্কুলের ছাত্রী থেকে শিক্ষিকা সবার চোখ তখন ছানাবড়া! মহকুমাশাসেকর দেহরক্ষী ধরে ফেলেন বাকিদের। ধৃত চার জনকেই কালনা থানার হাতে তুলে দেওয়া হয়েছে। কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মহকুমাশাসক।