এক্সপ্লোর
পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ‘যৌন হেনস্থা’, অপমানে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রী

নদিয়া: নদিয়ার চাকদহে কীটনাশক খেয়ে স্কুলছাত্রীর মৃত্যু। যৌন হেনস্থার জেরে অপমানে আত্মঘাতী। দাবি পরিবারের।অভিযুক্তের বাড়ির ভাঙচুর এলাকাবাসীর। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। ছাত্রীর পরিবারের দাবি,কোচিং থেকে ফেরার পথে দশম ছাত্রীকে ফোন করে ডাকে এক পরিচিত যুবক। তার কথা মতো, একটি পরিত্যক্ত বাড়িতে যায় ছাত্রীটি। মৃতের পরিজনদের দাবি, সেখানে আগে থেকেই হাজির ছিল আরেক প্রতিবেশী যুবক কার্তিক বিশ্বাস। ওই প্রতিবেশী যুবকই, ছাত্রীকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। পরিবারের দাবি, সেদিন রাতেই বাড়ি ফিরে কীটনাশক খায় ছাত্রী। শনিবার কলকাতার হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত কার্তিক বিশ্বাসের বাড়িতে ভাঙচুর চালায় এলাকাবাসী। চাকদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















