এক্সপ্লোর
Advertisement
এবার এসএসসি-তে শিক্ষক নিয়োগ কেন্দ্রীয়ভাবে, বিল পাস বিধানসভায়
কলকাতা: স্কুল সার্ভিস কমিশনে আঞ্চলিকতার বাধা তুলে দিল সরকার। শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্রীয়ভাবে পরিচালনা করতে বুধবার বিধানসভায় পাস হল স্কুল সার্ভিস কমিশন সংশোধনী বিল।
ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যামেন্ডমেন্ট বিল-২০১৬ তে বলা হয়েছে,
আগে যেখানে আঞ্চলিক ভাবে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হত, এবার থেকে তা হবে কেন্দ্রীয়ভাবে।
এসএসসি পরীক্ষার জন্য বর্তমানে ৬টি রিজিয়ন রয়েছে। প্রার্থীদের যে কোনও একটি রিজিয়ন বেছে নিতে হত। একেকটি রিজিয়নে নিয়োগের জন্য ন্যূনতম নম্বর দাঁড়াত এক এক রকম। এর জেরে অনেক রিজিয়নে যোগ্য শিক্ষকের যেমন অভাব হত, আবার কিছু রিজিয়নে পদ খালি সত্ত্বেও যোগ্যতার অভাবে শিক্ষক নিয়োগ করা যেত না। কেন্দ্রীয়ভাবে নিয়োগের জেরে এই সমস্যা এবার মিটতে চলেছে। নতুন বিল পাস হওয়ায়, যে কোনও রিজিয়নের প্রার্থী যে কোনও জায়গার স্কুলে চাকরি পেতে পারেন।
বিধানসভায় শিক্ষামন্ত্রী বলেন, এই সংশোধনী বিলের জেরে একদিকে যেমন আঞ্চলিক বৈষম্য দূর হবে তেমনই শিক্ষক নিয়োগ হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। এর ফলে শিক্ষায় উৎকর্ষতা বাড়বে।
এর পাশাপাশি শিক্ষামন্ত্রীর অভিযোগ,আগে রিজিয়নগুলি তৈরি হয়েছিল পার্টি ক্যাডারদের ঢোকানোর জন্য। তখন, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হত না।
পার্থ চট্টোপাধ্যায়ের দাবি,এবার আর কারও সুপারিশে কিছু হবে না। যোগ্যতা বাদ দিয়ে পিছন থেকে শিক্ষক নিয়োগ হলে তা হবে পাপ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement