(Source: ECI/ABP News/ABP Majha)
Subrata Mukhopadhyay Hospitalised:অসুস্থ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ভর্তি এসএসকেএম হাসপাতালে
গতকাল চেক আপের জন্য হাসপাতালে ভর্তি হন। আজ প্রবল শ্বাসকষ্ট হওয়ায় পঞ্চায়েতমন্ত্রীকে আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়।
কলকাতা: অসুস্থ সুব্রত মুখোপাধ্যায়। তাঁকে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। আইসিইউ-তে রয়েছেন বর্ষীয়ান মন্ত্রী। পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। গতকাল চেক আপের জন্য হাসপাতালে ভর্তি হন। আজ প্রবল শ্বাসকষ্ট হওয়ায় পঞ্চায়েতমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে সূত্রের খবর।চিকিত্সক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে চলছে চিকিত্সা। হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে।
উল্লেখ্য, এমনিতেই সিওপিডি-র সমস্যা রয়েছে। পুজোর সময়ও এই সমস্যায় ভুগছিলেন তিনি। এরইমধ্যে পুজোর আয়োজনে ব্যস্ত থেকেছিলেন তিনি।এসএসকেএম হাসপাতালে বর্ষীয়ান মন্ত্রীর চিকিৎসার জন্য মাল্টি ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁর বয়সের কথা মাথায় রেখেই এই মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড কিছুক্ষণ পরেই আলোচনায় বসবে। তাঁকে স্থিতিশীল করে তোলার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে। সুব্রত মুখোপাধ্যায়ের স্বাস্থ্য বিষয়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, গত মে মাসে নারদ মামলায় তৃণমূলের কয়েকজন হেভিওয়েট নেতা ও মন্ত্রীকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁদের মধ্যে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। প্রেসিডেন্সি জেলে যাওয়ার পর অসুস্থ বোধ করায় এসএসকেএমে ভর্তি হয়েছিলেন বালিগঞ্জের পুর্ননির্বাচিত বিধায়ক।এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রথমে কলকাতা পুলিশের গাড়িতে তিনি যান প্রেসিডেন্সি জেলে। সেখানে প্রয়োজনীয় পেপারওয়ার্ক সারার পর বাড়ি ফেরেন তৃণমূল নেতা। গ্রেফতার হওয়ার ন'দিনের মাথায় বাড়ি ফিরেছিলেন তিনি।
এরপর নিয়মিত কাজকর্ম শুরু করেন তিনি। পুজোতেও বেশ ব্যস্ততার মধ্য়েই কেটেছিল তাঁর।
Kolkata Covid Restrictions : রাজ্যে করোনা বাড়তেই কঠোর প্রশাসন, মাস্ক না পরলেই চলছে ধরপাকড়
Kolkata Coronavirus Cases: ঊর্দ্ধমুখী করোনার গ্রাফ, নিউটাউনে মাস্ক বিলি, সচেতনতামূলক প্রচার পুলিশের