এক্সপ্লোর
Advertisement
বাদুড়িয়ার পর ঠাকুরপুকুর: হোম থেকে উদ্ধার ১০ শিশুকন্যা
কলকাতা: বাদুড়িয়া শিশুপাচারকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। এবার ঠাকুরপুকুরের হোম থেকে উদ্ধার ১০টি শিশু। হোমের মালিক রিনা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। এই রিনা আবার বাদুড়িয়াকাণ্ডে অন্যতম অভিযুক্ত পুতুল বন্দ্যোপাধ্যায়ের মেয়ে। আটক করা হয়েছে হোমের কয়েকজন কর্মীকে।
গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে বাখরাহাট রোডের কলাগাছিয়ার ওই হোমে হানা দেয় সিআইডি। ‘পূর্বাশা’ নামে মানসিক প্রতিবন্ধীদের ওই হোম থেকে উদ্ধার করা হয় ১০টি শিশুকন্যাকে। এদের বয়স ১ মাস থেকে ১০ মাস। নির্মীয়মাণ এই বাড়ির একতলায় রাখা হত মানসিক প্রতিবন্ধীদের। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশে শিশুগুলিকে তিনতলার একটি ঘরে রাখা হয়েছিল। ১০ নভেম্বর বাদুড়িয়ার ঘটনায় এক অভিযুক্ত এই শিশুদের এই হোমে স্থানান্তরিত করে। শিশুগুলিকে উদ্ধার করে ঠাকুরপুকুর ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোংরা কম্বলের মধ্যে চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছিল দশ দশটি দুধের শিশুকে। মশা তাড়াতে পোড়ানো হচ্ছিল ডিমের খোলা। কান্না ভোলাতে ঘরে দড়ি টাঙিয়ে তৈরি করা হয় কাপড়ের দোলনা। মায়ের কোল থেকে কেড়ে আনা শিশুগুলিকে পাচারের উদ্দেশ্যেই ঠাকুরপুকুরের এই হোমে আনা হয় বলে সিআইডি সূত্রে খবর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement