স্টেশনে কাটছিল দিন, হারিয়ে যাওয়া প্রৌঢ়াকে ঘরে ফেরালেন স্বাস্থ্য আধিকারিক
সোমবার খাবার দিতে স্টেশনে এসেছিলেন ওই চিকিৎসক। সেখান থেকেই মহিলাকে উদ্ধার করে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেন।
সমীরণ পাল, বারাসত: হারিয়ে যাওয়া এক প্রৌঢ়াকে ঘরে ফিরিয়ে দিলেন স্বাস্থ্য কর্তা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে। রাজ্যে জারি কার্যত লকডাউন। করোনা আবহে হৃদয়পুর স্টেশনে দুঃস্থ মানুষদের অন্ন সংস্থানের দায়িত্ব নিয়েছিলেন বসিরহাট জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল বিশ্বাস। তাঁর পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা রোজ দু-বেলা খাবার বিতরণ করতে আসত স্টেশনে। সোমবারও একইভাবে খাবার দিতে স্টেশনে এসেছিলেন ওই চিকিৎসক। আর সেখান থেকেই মহিলাকে উদ্ধার করে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেন ওই চিকিৎসক।
ঠিক কী হয়েছিল? গত ৩০ জুন নিখোঁজ হয়ে যান মধ্যমগ্রাম চন্ডিগড়ের বাসিন্দা বিউটি বসু। তাঁর পরিবারের তরফ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়। কিন্তু অভিযোগ, তাতেও কোনও লাভ হয়নি। খোঁজ না মেলায় বাধ্য হয়ে হৃদয়পুরের এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন পরিবার। সোমবার স্টেশনে খাবার দিতে এসে মহিলাকে দেখে সন্দেহ হয় চিকিৎসক শ্যামল বিশ্বাসের। তিনি ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। ভিডিও কলে মহিলাকে দেখাতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর ছেলে।
বিউটি বসুর ছেলে রাজীব বসু তড়িঘড়ি স্টেশনে পৌঁছন। এরপর উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের মা-কে ফিরিয়ে নিয়ে যান রাজীববাবু। ঘটনায় চিকিৎসককে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি, মহিলাকে তাঁর পরিবারের হাতে তুলে দিতে পেরে খুশি চিকিৎসকও।