এক্সপ্লোর
ক্লাসে সহপাঠীদের সঙ্গে বচসা, শাস্তি দিতে প্রধানশিক্ষকের বেধড়ক মারে সংজ্ঞাহীন চতুর্থ শ্রেণির পড়ুয়া

চতুর্থ শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মারধরে জ্ঞান হারায় ওই পড়ুয়া, দাবি পরিবারের। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার ঘাসিয়াড়ায়। অভিযোগ, শুক্রবার ক্লাসে বেঞ্চে বসা নিয়ে চতুর্থ শ্রেণির ওই পড়ুয়ার সঙ্গে সহপাঠীদের বচসা হয়। তার জেরে প্রধান শিক্ষক ওই পড়ুয়াকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। ছাত্রের মাথা ব্ল্যাকবোর্ডে ঠুকে দেন বলেও অভিযোগ। পরিবারের দাবি, স্কুলেই ঘণ্টাখানেক সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিল ৯ বছরের বালক। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত শিক্ষকের প্রতিক্রিয়া মেলেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















