এক্সপ্লোর
অন্ডালে বাবুলকে ঘিরে বিক্ষোভ, ‘ধাক্কা’ তৃণমূলের

আসানসোল: ফের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি সাংসদকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ। দুর্গাপুরের অণ্ডালে আজ বিকেল ৪ টে নাগাদ বাবুল সুপ্রিয় ডিভিসির তাপবিদ্যুতকেন্দ্রে রুটিন ভিসিটে যান। সেখানে তখন রোজভ্যালিকাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তখনই বাবুলের সঙ্গে থাকা বিজেপি সমর্থকদের সঙ্গে তাদের হাতাহাতি বেধে যায়। সেইসময় বাবুলকে ধাক্কা মারারও অভিযোগ ওঠে। পরে অবশ্য সিআইএসএফ-এর জওয়ানরা এসে পরিস্থিতি সামাল দেন। তাপবিদ্যুতকেন্দ্রের ভেতরে ঢোকেন মন্ত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















