এক্সপ্লোর
Advertisement
বিজেপির ওপর হামলার অভিযোগ ঘিরে তুঙ্গে সঙ্ঘাত, রাজ্যের শিল্প সম্মেলন বয়কট গডকড়ীর
কলকাতা: তৃণমূল-বিজেপি খণ্ডযুদ্ধ ঘিরে শুক্রবার দিনভর সরগরম ছিল কলকাতা। আর দিনের শেষে সেই সংঘাতের আঁচ পৌঁছোল দিল্লি পর্যন্ত। এই ঘটনার জেরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বয়কট করছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী।
১৬ এবং ১৭ জানুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রের মোদী সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ীর।
রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, শুক্রবার বিজেপি কর্মীদের ওপর হামলার পর কেন্দ্রীয় নেতৃত্বকে সেকথা জানান কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। এরপরই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোন করেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহও। রাজ্য বিজেপি সূত্রে দাবি, সব শুনে অমিত শাহ বলেন, আন্দোলনের রাশ আলগা হতে দেওয়া যাবে না। বিষয়টি আমারও দেখছি।
তারপরই গডকড়ী জানান, তিনি রাজ্যের শিল্প সম্মেলন বয়কট করছেন।
দিলীপ ঘোষ এ কথা জানিয়েছেন।
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, রাজনৈতিক ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রীর এমন সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক।
এদিকে রাজ্যের পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে বিঁধেছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া মুকুল রায়। তিনি বলেছেন, রাজ্যে এমন শাসক দল এর আগে আসেনি। পাল্টা বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রজাতন্ত্র দিবসে ট্যাবলোর জন্য বাংলার থিম খারিজ থেকে রাজ্যের পাঁচ জেলাকে পিছিয়ে পড়া বলে উল্লেখ করে কেন্দ্রীয় প্রকল্পের আওতায় আনার উদ্যোগ, কিংবা মাওবাদী উপদ্রুত এলাকায় উন্নয়ন খাতে বরাদ্দ, সম্প্রতি এমন নানা ইস্যুতে কেন্দ্রের সঙ্গে সংঘাতের রাস্তায় হেঁটেছে রাজ্য। এবার গডকড়ীর বাণিজ্য সম্মেলন বয়কটের সিদ্ধান্ত ঘিরে, এই টানাপোড়েন আরও বাড়বে বলেই মত পর্যবেক্ষকদের একাংশের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement