WB Election 2021 Voting: অশোকনগরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ! '২ তৃণমূলকর্মী গুলিবিদ্ধ'
অশোকনগরে গুলি চলেনি, জানাল কমিশন ...
![WB Election 2021 Voting: অশোকনগরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ! '২ তৃণমূলকর্মী গুলিবিদ্ধ' WB Election Voting Phase 6 Central Force Allegedly fired, 2 TMC worker injured WB Election 2021 Voting: অশোকনগরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ! '২ তৃণমূলকর্মী গুলিবিদ্ধ'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/22/f5d2560853760f20bdd53a32f5c9dbcf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অশোকনগর : ট্যাংরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বুথের সামনে বোমাবাজি, ভোট কর্মীদের বাস ভাঙচুরের অভিযোগ । কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী । ২ তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি । অশোকনগরে গুলি চলেনি, জানাল কমিশন।
বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী বুথে এলে অশান্তি শুরু।
উত্তর চব্বিশ পরগণার অশোকনগরের ট্যাংরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় বুথের সামনে বোমাবাজির অভিযোগ । ভোট কর্মীদের বাসে ভাঙচুর চালানো হয় । কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী । ঘটনার সূত্রপাত সকাল এগারোটা কুড়ি নাগাদ । ট্যাংরা আদর্শ শিক্ষা নিকেতন ৭৯ নম্বর বুথের সামনে ঘটনাটি ঘটে ।
বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী বুথে আসলেই গণ্ডগোলের সূত্রপাত । স্থানীয় তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থক তখন প্রতিবাদ করতে শুরু করে। তাদের দাবি, কেন বিজেপি প্রার্থী এখানে এসেছে ! এর পরেই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । সংঘর্ষের ছবি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে । বাস ভাঙচুরের ছবি । বোমার সুতুলি চারিদিকে ছড়িয়ে । তিন থেকে চারটি বোমা পড়েছে এলাকার বলে স্থানীয়ের বক্তব্য। এরপরে কেন্দ্রীয় বাহিনী ঝামেলাকারীদের পিছনে ধাওয়া করে । গ্রামের ভিতর ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়েছে ।
এরপর চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থীর নারায়ণ গোস্বামী। তাঁর দাবি, কেন্দ্রীয় বাহিনী গ্রামবাসী দের উপর গুলি চালিয়েছে। তাতে দুজন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন । তাঁদের পায়ে গুলি লেগেছে বলে অভিযোগ । তাঁরা বারাসাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানানো হয়েছে । এলাকায় যথেষ্ট উত্তেজনা । পরিস্থিতি থমথমে । প্রচুর কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে গ্রামে ।
বিজেপি প্রার্থীর দাবি, '' আমি দেখতে এসেছিলাম, আমাদের এজেন্টকে ঢুকতে দিচ্ছিল না, এরপরই বোমাবাজি শুরু হয়, বাহিনী গুলি চালায়নি, আমি বেরনোর পর আমার গাড়ি লক্ষ্য করে ইট, আমাকে এখানেই আটকে রাখার চেষ্টা হয়।''
এই অভিযোগ শোনার পর কমিশন প্রাথমিক রিপোর্ট চায়। তার ভিত্তিতে কমিসনের বক্তব্য, বাহিনী গুলি চালায়নি।
ভোট ষষ্ঠীতে আজ উত্তর ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর দিনাজপুর, এই ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোটগ্রহণ চলছে।
উত্তর ২৪ পরগনায় ১৭টি আসন, নদিয়ায় ৯টি আসন, পূর্ব বর্ধমানের ৮টি আসন ও উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)