Sougata Attacks Suvendu: ‘শুভেন্দু বিজেপির অনেক মুখের মধ্যে একটি, দেখব ওর সভায় কীরকম মানুষ আসে’, কটাক্ষ সৌগতর
'কেন নন্দীগ্রাম ছেড়ে উনি প্রথম জনসভা করতে পূর্ব বর্ধমানে তা জানিনা', বললেন তৃণমূল সাংসদ
কলকাতা: শুভেন্দু বিজেপির অনেক মুখের একজন। ওকে বাড়তি গুরুত্ব নয়। শুভেন্দুর জনসভায় কত লোক হয়, সেদিকে নজর রাখব। কেন নন্দীগ্রাম ছেড়ে উনি প্রথম জনসভা পূর্ব বর্ধমানে, সে প্রশ্নের অবশ্য জবাব পেলাম না। কটাক্ষ সৌগত রায়ের।
এদিন সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ বলেন, বলেন, শুভেন্দু অধিকারীর কোনও গড় আছে কি না জানি না। শুভেন্দু বিজেপির অনেক মুখের মধ্যে একটি মুখ। আমরা খেয়াল রাখব ওর সভায় কীরকম মানুষ আসে।’
প্রশান্ত কিশোর নিয়েও দলের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। এপ্রসঙ্গে প্রশান্ত বলেন, ‘প্রশান্ত কিশোর একজন কনসালট্যান্ট। তাঁর কাছে পেশাদারী সাহায্য নেওয়া হয়েছে। মোদিও ওনার সাহায্য নিয়েছিলেন।’
বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা প্রসঙ্গে সৌগত বলেন, ‘নাড্ডার ওপরে হামলার ঘটনায় সরকার তদন্ত চালাচ্ছে। এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।’
রবিবার রীবভূমে মেগা রোড-শো করেন অমিত শাহ। সেখান থেকে অনুন্নয়ন নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার, সংঘাতের পারদ চড়িয়ে জবাব ফিরিয়ে দিল তৃণমূলও। এদিন দলের সাংসদ সৌগত রায় দাবি করলেন, গত দশ বছরে বেড়েছ বাংলার জিডিপি।
তিনি বলেন, ‘অমিত শাহ বলছেন পাটশিল্পের অবস্থা খারাপ। অথচ, ৭ কোটি পাটের ব্যাগ কেনার বরাত দেওয়া হয়েছে। তিনি মনে করিয়ে দেন, ‘শিল্পবৃদ্ধিতে বাংলা পঞ্চম স্থানে।’
সৌগত যোগ করেন, ‘পরিষেবা ক্ষেত্রে ৭২ শতাংশ বেড়েছে। ১ হাজার ১১৮ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধিতে বাংলা সর্বোচ্চ। নার্সের সংখ্যা বেড়েছে ৫১ শতাংশ।’
তৃণমূল সাংসদ আরও বলেন, ‘একশ শতাংশ বিদ্যালয়েই বিদ্যুৎ আছে। তিরিশটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে একর প্রতি বার্ষিক ৫ হাজার টাকা দেওয়া হয়।’
নারী নির্যাতন ইস্যুতে বিজেপি-শাসিত রাজ্য উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টেনে এনে সৌগত বলেন, ‘২০১৪-২০১৯ উত্তর প্রদেশে মহিলাদের ওপর অত্যাচার বেড়েছে। বাংলার নারী নির্যাতনের পরিসংখ্যান ২১ শতাংশ কমেছে।’
অমিত শাহর বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশন করার অভিযোগও তোলেন সৌগত। বলেন, শিল্পখাতে গত দশ বছরে ৬০ শতাংশ বৃদ্ধি হয়েছে বাংলায়। শিল্পখাতে গত দশ বছরে ৬০ শতাংশ বৃদ্ধি। মাথাপিছু আয়ের নিরিখে বাংলা এগিয়ে।’
তিনি যোগ করেন, ‘স্বাস্থ্যসাথীর সুফল পেয়েছে ১.৪ কোটি পরিবার। রাজ্যে বিদেশি বিনিয়োগ ২৪ শতাংশ বেড়েছে।’