মঙ্গলবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল
কলকাতা: মঙ্গলবার প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। উচ্চ মাধমিক শিক্ষা সংসদ জানিয়েছে, মঙ্গলবার সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ হবে। সকাল সাড়ে দশটা থেকে সংসদের বিতরণ কেন্দ্রে স্কুলের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হবে মার্কশিট ও শংসাপত্র। যে সব ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফল জানা যাবে, সেগুলি হল-- http://wbresults.nic.in, www.exametc.com, www.knowyourresult.com, www.timesinternet.in, www.schools9.com, www.ExamResults.net/wb, www.resultsout.com, www.jagranjosh.com এবং Indiaaccess.com। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। সেজন্য মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে, WB12। তারপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। পাঠাতে হবে 54242, 58888, 5676750 বা 56263 নম্বরে। www.exametc.com- এ রোল নম্বর ও মোবাইল নম্বর আগে থেকে রেজিস্টার করলে, বিনামূল্যে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। USSD-র মাধ্যমে ফল জানতে গেলে, মোবাইল ফোন থেকে ডায়াল করুন- *588# গতবারের তুলনায় এবার দেরিতে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। লিখিত পরীক্ষা হয় ১৫-২৯ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৮ লক্ষ।