Weather Update: দিনভর বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা
দুর্বল হচ্ছে নিম্নচাপ। বিকেলের পর আবহাওয়ার উন্নতি হবে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: দুর্বল হচ্ছে নিম্নচাপ। তবে আজও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বিকেলের পর আবহাওয়ার উন্নতি হবে। তুলনামূলকভাবে ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে। কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র-শনিবার ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। ক্রমশ তা বাংলা-ওড়িশা উপকূলের দিকে এগোবে। এর প্রভাবে সপ্তাহান্তে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি।
এদিকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে খড়গপুর শহরের কৌশল্যা মোড়-সহ বিভিন্ন এলাকা। একাধিক বাড়িতে জল ঢুকেছে। জলের তলায় খড়গপুর স্টেশনে রেললাইনের একাংশ। আইআইটি বাইপাসে উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। প্রবল বৃষ্টিতে দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস। পর্যটকের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মত্স্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘার পাশাপাশি, জলমগ্ন পূর্ব মেদিনীপুরের এগরা ও কাঁথির বিস্তীর্ণ এলাকা। জল-যন্ত্রণা ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতেও।
আরও পড়ুন: Child Fever: বাড়ছে উদ্বেগ, জ্বর সহ একাধিক উপসর্গ নিয়ে শিলিগুড়ির হাসপাতালে ভর্তি ৭০ শিশু
গতকাল সকালে থেকে দফায় দফায় বৃষ্টি। নাগাড়ে বৃষ্টিতে কোথাও হাঁটু সমান জল। কোথাও আবার কোমর সমান। রাস্তা না নদী বোঝা দায়! বঙ্গোপসাগরে নিম্নচাপের জের।
কলকাতার পাশাপাশি অন্যান্য জেলাতেও দেখা গেল জলযন্ত্রণার চেনা ছবি। একনাগাড়ে বৃষ্টিতে জলের তলায় হাওড়ার বিস্তীর্ণ এলাকা। সালকিয়া, টিকিয়াপাড়া, রামরাজাতলা, পঞ্চাননতলা, লিলুয়া সহ বিভিন্ন জায়গায় জমা জলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন স্থানীয়রা। হাওড়া পুরসভাকে বারবার জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁদের।
অন্যদিকে, সোমবার রাত থেকে লাগাতার বৃষ্টির জেরে জলের তলায় চলে যায় হুগলির উত্তরপাড়া, রিষড়া ও শ্রীরামপুরের অধিকাংশ রাস্তা। রিষড়ার কিছু কিছু এলাকায় কোমর পর্যন্ত জল দাঁড়িয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। পাশাপাশি সোমবার রাত থেকে লাগাতার বৃষ্টির জেরে জলের তলায় চলে যায় হুগলির উত্তরপাড়া, রিষড়া ও শ্রীরামপুরের অধিকাংশ রাস্তা। রিষড়ার কিছু কিছু এলাকায় কোমর পর্যন্ত জল দাঁড়িয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। জল-যন্ত্রণার ছবি দেখা গিয়েছে বারুইপুরেও।
আরও পড়ুন: India-Bangladesh Border: ভারত পেরিয়ে বাংলাদেশ ঢোকার চেষ্টা, সীমান্তে গ্রেফতার এক