Weather Update: লক্ষ্মীপুজোতেও দুর্যোগের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘনীভূত নিম্নচাপ।
কলকাতা: লক্ষ্মীপুজোতেও বৃষ্টি-দুর্যোগের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘনীভূত নিম্নচাপ। তার জেরে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। উত্তরের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।
শরৎ পেরিয়ে দোরগোড়ায় হাজির হেমন্ত। তবুও যেন বর্ষা-বিদায়ের বালাই নেই। অক্টোবরের শেষেও, বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর বৃষ্টি। পুজোয় ২-৩দিন রেহাই দিলেও, তার আগে পড়ে, ভাসিয়েছে নিম্নচাপের বৃষ্টি। এবার লক্ষ্মীপুজোতেও দক্ষিণবঙ্গে দুর্যোগ। আজ কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: Kolkata: কলকাতায় রাস্তায় কাপড়ে মোড়া অবস্থায় উদ্ধার চিতাবাঘের ছাল, তদন্তে পুলিশ
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে, বুধবার পর্যন্ত রাজ্যের সর্বত্রই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুত্সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। মালদা ও দুই দিনাজপুরেও হলুদ সতর্কতা জারি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই তিন জেলা ও জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু অংশে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বুধবারও, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু অংশে জারি কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পঙে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলা, যেমন, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীরপুরে বৃষ্টির সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। একটার পর একটা দুর্যোগ। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন উপকূলের বাসিন্দারা।
আরও পড়ুন: কয়লা পাচারকাণ্ডে বিনয়, লালা, নীরজের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি