WB Corona LIVE বেলুড় মঠে চালু সেফ হোম, শুরু রোগী ভর্তি
West Bengal Coronavirus LIVE Updates: ৬ মাসের জন্য এই সেফ হোম চালু হয়েছে

Background
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১১ হাজারের নীচে। ১৩১জনের মৃত্যু। প্রাণ হারালেন আরেকজন চিকিৎসক। দেশে পরপর ৪দিন দৈনিক আক্রান্ত ২ লক্ষের নীচে। কোভিশিল্ড নষ্টের অভিযোগে বিতর্কে রাজস্থান সরকার।
করোনার দোসর ব্ল্যাক ফাঙ্গাস। এবার বাঁকুড়ায় ১জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি পুরুলিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রামের আরও ৪জনের মধ্যে আশঙ্কাজনক ৩। প্রত্যেকেই কোভিড আক্রান্ত, জানাল মেডিক্যাল কলেজ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে কোভিড-পরবর্তী অসুখ মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোমের দাপট। কলকাতার শিশু হাসপাতালে জোড়া মৃত্যু, ৪ শিশু আইসিইউ-তে চিকিত্সাধীন। জেনারেল ওয়ার্ডে ভর্তি আরও ২।
বুদ্ধদেব ভট্টাচার্যর অবস্থার আরও উন্নতি। কমেছে কাশি, বাইপ্যাপ-নির্ভরতা, কাল থেকে ওরাল স্টেরয়েড। পরিস্থিতি দেখে চলতি সপ্তাহে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে সিদ্ধান্ত। ভাল আছেন মীরা ভট্টাচার্যও।
তৃণমূলের শাখা সংগঠনের প্যাড ব্যবহার করে, ভ্যাকসিন পাওয়ার জন্য জেলা স্বাস্থ্য দফতরে আবেদন এক বিজেপি নেতার। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে উঠল এমনই অভিযোগ। অভিযুক্ত নেতার সাফাই, ওষুধের দোকানের মালিক ও কর্মীদের জন্যই একাজ করেছেন। আর এনিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল-বিজেপি।
করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে কোচবিহারে চালু হল কোভিড যান পরিষেবা। অন্যদিকে করোনা আক্রান্তদের চিকিৎসায় শিলিগুড়ির তিনবাতি মোড়ি ২০ শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন করলেন পুর প্রশাসক গৌতম দেব।
West Bengal Corona LIVE: কাশি কমেছে বুদ্ধদেব ভট্টাচার্যর
বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাশি কমেছে। আজ থেকে ট্যাবলেটের মাধ্যমে স্টেরয়েড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকরা। স্টেরয়েডের মাত্রাও কমানো হয়েছে। আজ বুদ্ধদেব ভট্টাচার্যর মেডিক্যাল রিপোর্ট নিয়ে পর্যালোচনা করে চিকিত্সকরা সিদ্ধান্ত নেবেন এই সপ্তাহে কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া যায়।
WB Corona LIVE: করোনার দোসর ব্ল্যাক ফাঙ্গাস
করোনার দোসর ব্ল্যাক ফাঙ্গাস। এবার বাঁকুড়ায় ১জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি পুরুলিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রামের আরও ৪জনের মধ্যে আশঙ্কাজনক ৩। প্রত্যেকেই কোভিড আক্রান্ত, জানাল মেডিক্যাল কলেজ।






















