WB Corona LIVE বেলুড় মঠে চালু সেফ হোম, শুরু রোগী ভর্তি
West Bengal Coronavirus LIVE Updates: ৬ মাসের জন্য এই সেফ হোম চালু হয়েছে
LIVE

Background
West Bengal Corona LIVE: কাশি কমেছে বুদ্ধদেব ভট্টাচার্যর
বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাশি কমেছে। আজ থেকে ট্যাবলেটের মাধ্যমে স্টেরয়েড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকরা। স্টেরয়েডের মাত্রাও কমানো হয়েছে। আজ বুদ্ধদেব ভট্টাচার্যর মেডিক্যাল রিপোর্ট নিয়ে পর্যালোচনা করে চিকিত্সকরা সিদ্ধান্ত নেবেন এই সপ্তাহে কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া যায়।
WB Corona LIVE: করোনার দোসর ব্ল্যাক ফাঙ্গাস
করোনার দোসর ব্ল্যাক ফাঙ্গাস। এবার বাঁকুড়ায় ১জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি পুরুলিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রামের আরও ৪জনের মধ্যে আশঙ্কাজনক ৩। প্রত্যেকেই কোভিড আক্রান্ত, জানাল মেডিক্যাল কলেজ।
West Bengal Corona LIVE: বেলুড় মঠে চালু সেফ হোম
করোনাকালে বেলুড় মঠে চালু হল ৫০ বেডের সেফ হোম। আজ থেকে শুরু হল রোগী ভর্তি। বেলুড় শিল্পমন্দির পলিটেকনিক ক্যাম্পাসে আপাতত ৬ মাসের জন্য এই সেফ হোম চালু হয়েছে। বিনামূল্যে মিলবে ওষুধ, চিকিত্সা, পথ্য ও অক্সিজেন পরিষেবা। মূলত উপসর্গহীন অথবা মৃদু উপসর্গ থাকা করোনা রোগীদের বেলুড় মঠের এই সেফ হোমে থাকার ব্যবস্থা করা হয়েছে। হোম আইসোলেশনে থাকা রোগীদের বাড়িতে থাকার অসুবিধা থাকলে জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্বাস্থ্য দফতরই ওই রোগীদের বেলুড় মঠের সেফ হোমে ভর্তি করবে।
WB Corona LIVE: লাইন আছে, ভ্যাকসিন নেই
দেশে বেলাগাম করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে সোমবার আমডাঙা গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন নিতে এসে লাইনে দাঁড়িয়েও অনেকে ফিরে যান। হাসপাতালের তরফে প্রথমে ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিনের কথা বললেও পরে নোটিস জানানো হয়, ভ্যান চালক ও সবজি বিক্রেতাদের ভ্যাকসিন দেওয়া হবে। হুগলির উত্তরপাড়াতেও ভ্যাকসিনের লাইন বিশৃঙ্খলার ছবি উঠে এল।
West Bengal Corona LIVE: বাজার বসানোকে কেন্দ্র করে রামপুরহাটে উত্তেজনা
কার্যত লকডাউন পরিস্থিতিতে পুলিশের নির্দেশ উপেক্ষা করে বাজার বসানোকে কেন্দ্র করে রামপুরহাটে উত্তেজনা। সংক্রমণ ঠেকাতে রামপুরহাট শহরে চারটি বাজারকে স্থানান্তরের নির্দেশ দেয় পুলিশ। সেই নির্দেশ অমান্য করে পুরনো জায়গাতেই বাজার বসান ব্যবসায়ীরা। আজ সকালে অভিযান চালিয়ে পুলিশ বাজার সরানোর চেষ্টা করায়, উত্তেজনা ছড়ায়। পরিকাঠামোহীন ওই জায়গায় বেচাকেনা করা কার্যত অসম্ভব বলে দাবি করেন ব্যবসায়ীরা। এনিয়ে বিক্ষোভও দেখান তাঁরা। পরে রামপুরহাট পুরসভার তরফে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
