WB Corona LIVE: রাজ্যে কমল দৈনিক সংক্রমণ, ফের মৃত্যু শতাধিক
West Bengal Coronavirus LIVE Updates: সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা
LIVE
![WB Corona LIVE: রাজ্যে কমল দৈনিক সংক্রমণ, ফের মৃত্যু শতাধিক WB Corona LIVE: রাজ্যে কমল দৈনিক সংক্রমণ, ফের মৃত্যু শতাধিক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/06/7654675a1a412cec1c75d49563b5251a_original.jpg)
Background
কাজ না করেই কৃতিত্ব নিতেই ব্যস্ত, এটাই স্কিৎজোফ্রিনিয়া। গোটাটা কম বুদ্ধির লক্ষণ। করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে ফের সরব অর্মত্য সেন। দিল্লির সরকারকে দ্বিধাগ্রস্ত বলে নোবেলজয়ী অর্থনীতিবিদের আক্রমণ।
রাজ্যে একদিনে করোনায় ১১৮জনের মৃত্যু, আক্রান্ত ৭ হাজার ৬৮২। ৫৮ দিনে দৈনিক সংক্রমণ সর্বনিম্ন হলেও, ফের ঊর্ধ্বমুখী মৃত্যু। সোমবার থেকে দিল্লির এইমসে ২ থেকে ১৮ বয়সীদের কোভ্যাকসিনের ট্রায়াল।
রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ পেরিয়ে গিয়েছে। মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ১৬ হাজার ১৫২। রাজ্য স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬৪ জন।
তবে কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যা নেমে গিয়েছে আটশোর নীচে। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৮ জনের। কলকাতায় মারা গেছেন ২৩ জন।
করোনার নতুন ৩ প্রজাতির বিরুদ্ধে লডাইয়ে কমাতে হবে টিকার ব্যবধান। প্রয়োজনে দিতে হবে বুস্টার ডোজ। জনাল আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেট। ব্রিটেনে ভ্যাকসিনের ব্যবধান কমিয়ে ৪ থেকে ৮ সপ্তাহ করার পরামর্শ।
সোমবার থেকে দিল্লির এইমসে দুই থেকে থেকে আঠারো বছর বয়সীদের কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে। বয়সের ভিত্তিতে তিন ভাগে ভাগ করে হবে ট্রায়াল।
উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনার ভাইরাস। ফের এমন দাবি করলেন, পুণের বিজ্ঞানী দম্পতি। রাহুল বাহুলিকর এবং মোনালি রাহালকর নামে ওই দম্পতির দাবি, উহানের ল্যাবে ভাইরাস নিয়ে গবেষণা চলছিল। বিজ্ঞানীরা ভাইরাসের জিনগত পরিবর্তন ঘটান। এবং পরে সেখান থেকেই ছড়িয়েছে মারণ ভাইরাস।
West Bengal Corona Live: প্রায় ৪০০ কর্মী ও তাঁদের পরিবারকে করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করল এসবিআই অফিসার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেল
স্থায়ী ও অস্থায়ী প্রায় ৪০০ কর্মী ও তাঁদের পরিবারকে করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করল এসবিআই অফিসার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেল। একটি বেসরকারি হাসপাতালের সহায়তায় এসবিআইয়ের সমৃদ্ধি ভবনে টিকাকরণের ব্যবস্থা করা হয়। একইসঙ্গে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বিশেষভাবে সক্ষম বেশ কয়েকজনকেও দেওয়া হয় কোভিশিল্ডের প্রথম ডোজ।
WB Corona Live: পিৎজা, বার্গারের হোম ডেলিভারি হলে রেশন কেন নয়, প্রশ্ন কেজরিওয়ালের
পিৎজা, বার্গারের হোম ডেলিভারি হলে রেশন কেন নয়? ঘরে ঘরে রেশন প্রকল্প বন্ধ করে দেওয়ায় কেন্দ্রের উদ্দেশে এমনই প্রশ্ন ছুড়ে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির পাল্টা কটাক্ষ, বড় দুর্নীতির হাত থেকে বাঁচলেন দিল্লিবাসী।
West Bengal Corona Live: ট্যুইটারে ব্লু টিক-বিতর্কে কেন্দ্রকে নিশানা রাহুল গাঁধীর
ট্যুইটারে ব্লু টিক-বিতর্কে কেন্দ্রকে নিশানা রাহুল গাঁধীর। কংগ্রেস সাংসদের ট্যুইট, ‘ব্লু টিকের জন্য মোদি সরকার লড়াই করছে। কোভিড টিকা চাইলে আত্মনির্ভর হতে বলা হচ্ছে।’
WB Corona LIVE: এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরই, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল বৃদ্ধকে সাহায্য
এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরই, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল বৃদ্ধকে সাহায্য। বর্ধমান শহরের বাসিন্দা শেখ রবিউলকে আর্থিক সাহায্যের পাশাপাশি, দেওয়া হল খাদ্যসামগ্রী, পিপিই কিট।
West Bengal Corona LIVE: কুপার্স ক্যাম্প পুরসভায় কাউন্সিলরের বিরুদ্ধে করোনার ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ
নদিয়ার কুপার্স ক্যাম্প পুরসভায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে করোনার ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে তৃণমূলের পতাকা নিয়ে, বিক্ষোভ দেখালেন মহিলারা। দুর্নীতির অভিযোগ মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর। শাসক শিবিরকে বিঁধেছে বিজেপি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)