WB Corona LIVE: রাজ্যে কমল দৈনিক সংক্রমণ, ফের মৃত্যু শতাধিক
West Bengal Coronavirus LIVE Updates: সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা
LIVE

Background
West Bengal Corona Live: প্রায় ৪০০ কর্মী ও তাঁদের পরিবারকে করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করল এসবিআই অফিসার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেল
স্থায়ী ও অস্থায়ী প্রায় ৪০০ কর্মী ও তাঁদের পরিবারকে করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করল এসবিআই অফিসার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেল। একটি বেসরকারি হাসপাতালের সহায়তায় এসবিআইয়ের সমৃদ্ধি ভবনে টিকাকরণের ব্যবস্থা করা হয়। একইসঙ্গে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বিশেষভাবে সক্ষম বেশ কয়েকজনকেও দেওয়া হয় কোভিশিল্ডের প্রথম ডোজ।
WB Corona Live: পিৎজা, বার্গারের হোম ডেলিভারি হলে রেশন কেন নয়, প্রশ্ন কেজরিওয়ালের
পিৎজা, বার্গারের হোম ডেলিভারি হলে রেশন কেন নয়? ঘরে ঘরে রেশন প্রকল্প বন্ধ করে দেওয়ায় কেন্দ্রের উদ্দেশে এমনই প্রশ্ন ছুড়ে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির পাল্টা কটাক্ষ, বড় দুর্নীতির হাত থেকে বাঁচলেন দিল্লিবাসী।
West Bengal Corona Live: ট্যুইটারে ব্লু টিক-বিতর্কে কেন্দ্রকে নিশানা রাহুল গাঁধীর
ট্যুইটারে ব্লু টিক-বিতর্কে কেন্দ্রকে নিশানা রাহুল গাঁধীর। কংগ্রেস সাংসদের ট্যুইট, ‘ব্লু টিকের জন্য মোদি সরকার লড়াই করছে। কোভিড টিকা চাইলে আত্মনির্ভর হতে বলা হচ্ছে।’
WB Corona LIVE: এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরই, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল বৃদ্ধকে সাহায্য
এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরই, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল বৃদ্ধকে সাহায্য। বর্ধমান শহরের বাসিন্দা শেখ রবিউলকে আর্থিক সাহায্যের পাশাপাশি, দেওয়া হল খাদ্যসামগ্রী, পিপিই কিট।
West Bengal Corona LIVE: কুপার্স ক্যাম্প পুরসভায় কাউন্সিলরের বিরুদ্ধে করোনার ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ
নদিয়ার কুপার্স ক্যাম্প পুরসভায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে করোনার ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে তৃণমূলের পতাকা নিয়ে, বিক্ষোভ দেখালেন মহিলারা। দুর্নীতির অভিযোগ মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর। শাসক শিবিরকে বিঁধেছে বিজেপি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
