WB Corona Cases: একদিনে রাজ্যে করোনা সংক্রমণ ফের ২০ হাজার ছুঁইছুঁই, মৃত্যু ১৫৯ জনের
গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৭ জন
কলকাতা: বঙ্গে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কমার লক্ষ্মণ এখনও নেই। ১৯ হাজারের আশপাশে কয়েকদিন থাকার পর ফের ২০ হাজার ছুঁইছুঁই রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। পাশাপাশি মৃত্যু রইল দেড়শোর বেশিই।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৪৭ জন। এই সময়পর্বে রাজ্যে মৃত্যু হয়েছে ১৫৯ জনের। একলাফে ৬৭১ জন বেড়ে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ১ লক্ষ ৩২ হাজার ১৮১ জন।
এদিকে, রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৭ জন। এই মুহূর্তে রাজ্যের ডিসচার্জ রেট গিয়ে দাঁড়িয়েছে ৮৮.১১ শতাংশে। তবে পজিটিভিটি রেট বেড়ে হয়ে গিয়েছে ১০. ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা টেস্ট হয়েছে ৭৭ হাজার ৬২৭টি।
এদিকে, গত কয়েকদিনের ধারা বজায় রেখে সংক্রমণ ও মৃত্যুতে রাজ্যের মধ্যে সবার ওপরে উত্তর ২৪ পরগণা। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪ হাজার ২৪০ জন। মৃত্যু হয়েছথে ৪৭ জনের। কলকাতায় গত একদিনে সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৫৬০ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের।
হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া জেলার সংক্রমণ চিত্রও ক্রমাগত চিন্তার ভাঁজ ফেলছে প্রশাসনের কপালে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে হুগলিতে কোভিড সংক্রমিত হয়েছেন আরও ১ হাজার ৩৯৩ জন। মৃত্য হয়েছে ৮ জনের। হাওড়ার নতুন করে করোনা সংক্রমিত ১ হাজার ২৪৬ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।
দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে গত একদিনে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ১ হাজার ২৯৬ জন, ১ হাজার ৯১ জন, ৯৭২ জন ও ৭৩০ জন। মৃত্যু হয়েছে যথাক্রমে ৮ জন, ৯ জন, ১ জন ও ১২ জনের।