WB Corona Cases: রাজ্যে সাতশোর ওপর দৈনিক সংক্রমণ, কলকাতায় একদিনে আক্রান্ত ১২৮
রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেতিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড আক্রান্ত হয়েছে ৭০৭ জন।
কলকাতা: রাজ্যে রবিবারও সাতশোর ওপর রয়েছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেতিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড আক্রান্ত হয়েছে ৭০৭ জন। শনিবার আক্রান্ত হয়েছিল ৭০০ জন। শুক্রবার এই পরিসংখ্যান ছিল ৬৮৬। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫২ হাজার ৭১।
করোনা আক্রান্তের পাশাপাশি কোভিড মুক্তের সংখ্যাও বাড়ছে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭২৩ জন। এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছে মোট ১৫ লক্ষ ২৪ হাজার ৯১৭। অতিমারী সৃষ্টিকারী ভাইরাসের কোপে এক দিনে মৃত্যু হয়েছে ১১ জনের। রাজ্যে মোট মৃত্যু সংখ্যা ১৮ হাজার ৫০২।
গত ২৪ ঘণ্টায় করোনা নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ১৩৩টি। পজিটিভিটি রেট ১.৬৪ শতাংশ। গতকালের থেকে কিছুটা বেড়েছে সংক্রমণ হার। গতকাল রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছিল ৪৪ হাজার ১৩১টি। পজিটিভিটি রেট ছিল ১.৫৯ শতাংশ। সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ। সংক্রমণের শীর্ষে কলকাতা। গত ২৪ ঘন্টায় মহানগরে করোনা আক্রান্ত হয়েছে ১২৮ জন। এরপরে রয়েছে উত্তর ২৪ পরগনা। সে জেলায় একদিনে কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৯ জন।
এদিকে, দেশে করোনায় একলাফে বাড়ল অ্যাক্টিভ কেসের সংখ্যা। ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩০৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৭৬৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪০ হাজার ৫৩৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ ৮৮ হাজার ৬৭৩। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৪৮। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২১ লক্ষ ৩৮ হাজার ৯২ জন। একদিনে ৩৮ হাজার ৯১ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্তদের মধ্যে কেরলেই সংক্রমণ সবচেয়ে বেশি। সে রাজ্য গত একদিনে আক্রান্তের সংখ্যা ২৯,৬৮২। কেরলে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১৪২। দক্ষিণের রাজ্যে সবমিলিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১,৪২২। মোট পজিটিভিটি রেট সামান্য কমেছে। শুক্রবারের ১৭.৯১ শতাংশ থেকে কমে হয়েছে ১৭.৫৪ শতাংশ। কেরলে বিগত কিছুদিন ধরেই আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। যা চিন্তা বাড়িয়ে তুলছে দেশে।