WB Election 2021 রাত পোহালেই ভোট, চূড়ান্ত ব্যস্ততা হুগলির বিভিন্ন প্রান্তে
চতুর্থ দফায় হুগলির দশ আসনে ভোট।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: রাত পোহালেই চতুর্থ দফার ভোট। চতুর্থ দফায় হুগলির দশটি আসনে ভোট গ্রহন করা হবে। ২৫,৯৪,২১২ জন ভোটার ৬৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারন করবেন। রাত পোহালেই ভোট তাই ডিসট্রিবিউশন সেন্টারগুলোতে ব্যস্ততার ছবি।
ইভিএম ভিভিপ্যাট প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে ভোট কর্মীরা বুথে বুথে রওনা দিচ্ছেন।শ্রীরামপুর কলেজ,হুগলি এইচআইটি, ব্যান্ডেল সার্ভে কলেজ সহ সব ডিসি থেকে ভোট কর্মীরা রওনা দিচ্ছেন ভোট কেন্দ্রে।
দশটি কেন্দ্রে ভোট নেওয়ার জন্য মোট ৩৫৮৬ টি ভোটগ্রহণ বুথ করা হয়েছে। তার মধ্যে মহিলা পরিচালিত বুথ ৬২২ টি। ৬৪৩ টি বুথকে স্পর্শ কাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। তৃতীয় দফার ভোটে হুগলিতে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। তাই চতুথ দফার ভোটে যাতে কোনো রকম অশান্তি না হয়, তার জন্য সচেষ্ট কমিশন।
নির্বাচনকে শান্তিপূর্ণ করতে ২৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৬৫৮১ জন রাজ্য পুলিশকর্মী ভোটের কাজে নিযুক্ত থাকছেন। যাদের মধ্যে অফিসার থাকছেন ১২৪৬ জন। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে বিভিন্ন জায়গায়।
একঝলকে ভোট-চতুর্থী
১০ এপ্রিল রাজ্যের ৫ জেলায় মোট ৪৪ আসনে ভোট।
উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে যথাক্রমে ৫ ও ৯ আসনে ভোট।
দক্ষিণবঙ্গের তিন জেলা হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় যথাক্রমে ৯, ১০ ও ১১ আসনে ভোট।
কোন কোন আসনে ভোট-
কোচবিহার (৯)- মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ।
আলিপুরদুয়ার(৫)- কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট।
দক্ষিণ ২৪ পরগণা (১১)- সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াব্রুজ।
হাওড়া (৯)-উত্তর হাওড়া, বালি, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া, শিবপুর, পাঁচলা, সাঁকরাইল, ডোমজুড়, উলুবেড়িয়া পূর্ব।
হুগলি (১০)- উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা।