WB Election 2021 LIVE Updates: ফাইভ স্টার থেকে খাবার আসছে, একটু ছিঁড়ে মুখে দিচ্ছেন,পুরোটা খান না: মমতা
West Bengal Assembly Election 2021 LIVE Updates: বামেদের সঙ্গে আসন নিয়ে জটিলতা কমলেও, কংগ্রেসের সঙ্গে জট এখনও কাটেনি

Background
দক্ষিণ ২৪ পরগনায় আলাদা জায়গায় আজ সভা অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। গঙ্গাসাগর, নামখানা ও কাকদ্বীপে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বুধবার রাতেই শহরে চলে এসেছেন অমিত শাহ। পৈলানে কর্মিসভা করবেন তৃণমূলনেত্রী। যে সভায় থাকবেন অভিযেক বন্দ্যোপাধ্যায়ও। কার সভায় কত লোক হবে, তা নিয়ে শুরু হয়েছে দাবি, পাল্টা দাবি।
'বিজেপির থেকে টাকা নিয়ে কেউ কেউ সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করছে'
তৃণমূল নেত্রী বলেছেন, ‘ নিহত বাঘের চেয়ে আহত বাঘ ভয়ঙ্কর।কেন্দ্রীয় পুলিশ নিয়ে আসবে ভয় পাবেন না। বেশি ভয় দেখালে বাড়ির মেয়েরা খুন্তি নিয়ে দাঁড়াবে। নিজের এলাকায় নজর রাখুন, অনেক জায়গায় টাকা দেওয়া হচ্ছে। ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি। ফর্মুলা দেখে এলাকা দখল করতে গুণ্ডা নিয়ে আসছে বিজেপি। বহিরাগতদের ঢুকতে দেবেন না। রথযাত্রা ফ্লপ, বাইরে থেকে লোক ভাড়া করে আনছে। প্রতিদিন লোক নাকি হামলা করে ? আগে নিজেদের সামলাও। পুরাতনরা কেউ নেই, কিছু এঁচোড়ে পাকা আছে, তারাই বিজেপিকে খেয়ে নিচ্ছে। ২০২১ সালে সবচেয়ে বেশি ভোটে জিতবে তৃণমূল। বাংলাকে ধমকালে, চমকালে বাংলা গর্জায়। কেউ কেউ সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। জগাই, মাধাই, গদাইকে বিদায় করুন। বিজেপি-সিপিএম-কংগ্রেসকে বিদায় করুন। কোনও ঝগড়াঝাঁটি নয়, যে তৃণমূলের প্রতীক পাবে, সেই নিয়েই লড়াই করবে।’
'অভিষেককে মারার চেষ্টা হয়েছে, চোখ উপড়ে গেছিল'
তৃণমূল নেত্রী বলেছেন, ‘এই চেহারায় হবে না, ফোলা ফোলা চেহারা। গুলি-বন্দুকের সঙ্গে লড়াই করে বেঁচে গেছি। আমার পরিবারের সবাই রাজনীতি করে।
অভিষেক স্পেশাল প্রায়োরিটি পায় না আমার কাছে। হাজরায় হামলার পর আমার মাথা ফেটে গেছিল, মাথায় ব্যান্ডেজ ছিল। অভিষেক হাতে পতাকা নিয়ে মিছিল করত। ওর এই আগ্রহ দেখে রাজনীতিতে এনেছি। অন্যদিকে সবাই ছেলেদের বিদেশে পাঠিয়ে দেয়। অভিষেককে মারার চেষ্টা হয়েছে, চোখ উপড়ে গেছিল। আমার পরিবার এমন কাজ করবে না যাতে মানুষের বদনাম হয়।
আমার জন্য কথা শুনতে হয় অভিষেককে। অভিষেক একটা চোখে দেখতে পায় না। অভিষেককে তো ডেপুটি চিফ মিনিস্টার করিনি। অমিত শাহ নিজের ছেলেকে রাজনীতি নামান। আমি বন্দেমাতরম বলি, তোমরা বলবে না কেন ?
সবকিছুর লক্ষ্মণরেখা থাকা উচিত, সৌজন্য থাকা উচিত।






















