WB Election 2021: দলে সদ্য যোগ দেওয়া তারকাদের ‘পাঠশালা’ তৃণমূলের
শিক্ষার্থীর ভূমিকায় সায়ন্তিকা, মানালি, রনিতা, রাজ চক্রবর্তীরা। আর শিক্ষক হিসেবে ক্লাসরুমে উপস্থিত ডেরেক ও’ব্রায়েন।
কলকাতা: ভরা ক্লাসরুম। শিক্ষার্থীর ভূমিকায় সায়ন্তিকা, মানালি, রনিতা, রাজ চক্রবর্তীরা। আর শিক্ষক হিসেবে ক্লাসরুমে উপস্থিত ডেরেক ও’ব্রায়েন। ভূমিকা বদলে কখনও মাস্টারমশাই হলেন রাজ চক্রবর্তী।
জোরকদমে চলছে পাঠদান। সারাদিন পরিচালকের নির্দেশ মেনে চলা টালিগঞ্জের অভিনেত্রীরা, এখানে যেন এক একজন বাধ্য ছাত্রী। বুধবার তৃণমূল ভবনে ধরা পড়ল এমনই অভিনব ছবি।
দলে যোগ দেওয়া তারকাদের এভাবেই রাজনৈতিক প্রশিক্ষণ দিল তৃণমূল নেতৃত্ব। পরিচালক সুদেষ্ণা রায় বলেন, কী বলব, কোন বিষয় তুলে ধরব বোঝানো হল।
ভোটের মুখে একঝাঁক টলিউড তারকা তৃণমূলে যোগ দিয়েছেন। তালিকায় রয়েছেন-- সায়ন্তিকা থেকে কৌশানি, সায়নী থেকে জুন মালিয়া।
আরও পড়ুন
WB Election 2021: ভোটে সুবক্তা দরকার, প্রশিক্ষণ শিবির শুরু বিজেপির
আর অভিনেত্রী থেকে নেত্রী হওয়া, রাজনীতির আঙিনায় এই নাবগতদের, ভোটের প্রচারে কী বলা যাবে, আর কী বলা যাবে না, সেটাই এদিন কার্যত শিখিয়ে-পড়িয়ে দেওয়া হল।
তৃণমূল সূত্রে খবর, বাংলা নিজের মেয়েকেই চায়---এই স্লোগানকে সামনে রেখেই প্রচারে ঝাঁপাতে হবে। এছাড়া মহিলা, কৃষক ও গরিব মানুষদের জন্য রাজ্য সরকার কী কী প্রকল্প নিয়েছে, সেই বার্তাও মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি এবং কেন্দ্রে মোদি সরকারের ব্যর্থতার অভিযোগে প্রচার করতে বলা হয়েছে তারকাদের। পরিচালক রাজ চক্রবর্তীর মতে, এরকম সেশন আরও দরকার।
ক্ষমতা ধরে রাখতে যে অস্ত্রই তৃণমূল ব্যবহার করুক, কোনওটাই কাজে আসবে না। কটাক্ষের সুরে বলছে বিজেপি।
তৃণমূল কি বিজেপি, ভোটের মুখে এখন দু’দলেই তারকাদের ছড়াছড়ি। ভোটে এর লাভ কতটা হয়, তার উত্তর ভোটের ফলেই মিলবে।