WB Election 2021: এবার রামের ছবিতে মালা দিলেন তৃণমূল নেতা-কর্মীরা
ভোটের মুখে মালা দিচ্ছে শাসক দল, কটাক্ষ গেরুয়া শিবিরের
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রামের ছবিতে মালা দিলেন তৃণমূলের নেতা কর্মীরা। এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে।
স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি নিউ ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় রামের ছবি দেওয়ালে সেঁটে দেয়। ছবির নীচে দায়িত্ব স্বীকার করে কোনও রাজনৈতিক দল বা সংগঠনের নাম ছিল না।
গতকাল তৃণমূলের তরফে সেই রামের ছবিতে মালা দেওয়া হয়। তৃণমূলের দাবি, রামের ছবি অনাদরে পড়ে ছিল। তাই মালা দেওয়া হয়েছে।
এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। উত্তর দমদম ১ নং মণ্ডলের বিজেপি সভাপতি তাপস তালুকদার জানান, ‘‘রামের ছবি আমরাই লাগিয়েছিলাম। ওরা ভোটের সময় রামের ছবিতে মালা দিচ্ছে!’
এর আগে গতমাসে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর গলায় শোনা যায় জয় শ্রীরাম স্লোগান। ভোট-রাজনীতির মঞ্চে কিংবা সরকারি অনুষ্ঠানে শ্রীরামকে টেনে আনার যৌক্তিকতা নিয়ে যখন জোরদার বিতর্ক, তখন নদিয়ার বীরনগরের সভা থেকে বিজেপিকে হারানোর ডাক দিয়ে, সেই জয় শ্রীরাম ধ্বনিই তুললেন ব্রাত্য বসু। একবার নয়, তিন তিনবার।
তিনি বলেছিলেন, একুশের নির্বাচনে আমরা ফের সরকার গড়ব। জয় শ্রীরাম। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন, জয় শ্রীরাম। আবারও আমরা রাজ্যবাসীর জন্য জনমুখী প্রকল্প গড়ব, জয় শ্রীরাম।
ব্রাত্য বসুর গলায় জয় শ্রীরাম স্লোগান শুনে কটাক্ষ ছু়ড়ে দিয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের তরফে বলা হয়, মমতা জয় শ্রীরাম ধ্বনি শুনলে রেগে যান। আর তার দলের মন্ত্রী জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন। তিনি হয়ত ভোটবাক্সে বিজেপিকে ভোট দেবেন। আমাদের ভাবাবেগের জয় শ্রীরামকে তৃণমূল ধার নিচ্ছে।
বঙ্গে জয় শ্রীরাম স্লোগান নিয়ে গঙ্গা দিয়ে বিতর্কের কম জল গড়ায়নি। ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে ওঠা মাত্র জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়।
দৃশ্যতই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বক্তৃতা না দিয়েই মঞ্চ ছাড়েন। যদিও মুখ্যমন্ত্রী পরে বলেছেন, রাম নামে তাঁর আপত্তি নেই। জয় সিয়ারাম এর মতো স্লোগানের সঙ্গে জড়িত আবেগকে তৃণমূলও সম্মান করে। কিন্তু বিজেপি যেভাবে রামের নামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, এতেই তাঁর আপত্তি।
যদিও, বিজেপি যে এর মধ্যে কোনও ধরনের অসৌজন্য দেখছে না, উল্টে ভোটের মুখে তৃণমূলের বিরুদ্ধে এটাকেই তারা অস্ত্র করতে চাইছে, তা বারবারই দলের শীর্ষ নেতৃত্বের কথা থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই।
হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মমতাকে মানুষ রাম কার্ড দেখাবে। অমিত শাহও প্রশ্ন করেন, জয় শ্রীরাম তোষণের বিরুদ্ধে স্লোগান। এতে মমতার আপত্তি কেন?
এরইমধ্যে পাল্টা বিজেপির দিকে জয় সিয়া রাম বলার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, আমি ওদের চ্যালেঞ্জ করছি ওরা জয় সিয়া রাম বলুক। কিন্তু ওরা বলবে না। কারণ, আগে সীতা, তারপর রাম। কিন্তু, ওরা মহিলাদের সম্মান করে না, তাই জয় সিয়া রাম বলবে না।