West Bengal News Live: কলকাতা বিমানবন্দরের কাছে তেজস্ক্রিয় মৌল-সহ গ্রেফতার ২
Get the latest West Bengal News and Live Updates: উদ্ধার হওয়া মৌল ক্যালিফোরমিয়াম বলে অনুমান। পরীক্ষার জন্য পাঠানো হয়েছে অ্যাটমিক রিসার্চ সেন্টারে।

Background
আতঙ্ক নিয়েই আফগানিস্তান থেকে ফিরলেন নদিয়ার আরও এক বাঙালি। বায়ুসেনার বিমানে ফেরার পথে গাইঘাটার শঙ্কর। আফগানদের জন্য শুধু ই-ভিসা, জানিয়ে দিল বিদেশমন্ত্রক।
স্বনির্ভর গোষ্ঠীর নামে অ্যাকাউন্ট খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেহালায় ধুন্ধুমার। মানতে নারাজ অভিযুক্ত। গ্রেফতার করল পুলিশ।
বদলির প্রতিবাদে বিকাশভবনের সামনে আত্মহত্যার চেষ্টা। হাসপাতালে ভর্তি ৫ শিক্ষিকার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা। পুলিশের কাজে বাধা, আত্মহত্যার চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা।
এত উন্নয়নের পরেও আন্দোলন করলে তাঁরা শিক্ষক নন, বিজেপির ক্যাডার। তোপ শিক্ষামন্ত্রীর। ত্রিপুরা যাচ্ছেন, কিন্তু কথা বলার সময় নেই, কটাক্ষ বিজেপির। এনআরএসে ঢুকতে সুভাষ সরকারকে বাধা।
কোন আইনে কয়েকশো কিলোমিটার দূরে বদলি? প্রশ্ন তুলে হাইকোর্টে আত্মহত্যার চেষ্টা করা ৫ শিক্ষিকার মামলা। একই পথে বদলি হওয়া আরও কয়েকজন। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
৫ কেন্দ্রে উপনির্বাচন-সহ ৭ কেন্দ্রে দ্রুত ভোট চায় তৃণমূল। শুক্রবার কমিশনের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে আবেদন। এই মুহূর্তে রাজ্যে নেই ভোটের পরিস্থিতি, কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট বঙ্গ বিজেপির।
বিশ্বভারতীর অচলাবস্থা নিয়ে অনুব্রতর কাছে ২ অধ্যাপক, ১ ছাত্র। আন্দোলনকে সমর্থনের আশ্বাস দিয়ে উপাচার্যের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি। এভাবে কোনও উপাচার্য সম্পর্কে বলা যায় না, পাল্টা বিজেপি।
অবশেষে মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় কাটল ইস্টবেঙ্গলের চুক্তি-জট। নবান্নে ক্লাব কর্তৃপক্ষ-লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠক। আইএসএলে খেলবে দল, জানাল ক্লাব।
প্রাথমিক চুক্তি অনুসারেই ক্লাব-ইনভেস্টর সমঝোতা। চূড়ান্ত খসড়া নিয়ে সিদ্ধান্ত নয়। মাঠে বল গড়ানোটাই গুরুত্বপূর্ণ, দাবি লাল হলুদ শীর্ষকর্তার।
আচমকা লালবাজারে কয়েকশ সিসি ক্যামেরা বিকল। বাদ গেল না কন্ট্রোল রুমও। অ্যান্টি ভাইরাস আপডেট করার সময় বিভ্রাট, সাইবার হানার আশঙ্কা উড়িয়ে জানাল লালবাজার।
পেগাসাসকাণ্ডে রাজ্যের গঠিত তদন্ত কমিশনকে চ্যালেঞ্জ করে মামলা। সুপ্রিম কোর্টে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কমিশনের কাজ স্থগিত। সর্বোচ্চ আদালতে হলফনামা রাজ্যের।
৫৪ বছর বয়সে প্রয়াত তবলা শিল্পী পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভর্তি ছিলেন হাসপাতালে।
আজই কী মা হতে চলেছেন তৃণমূলের সাংসদ-অভিনেত্রী নুসরত? পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে টালিগঞ্জ হয়ে যশ নিয়ে গেলেন পার্ক স্ট্রিটের হাসপাতালে।
West Bengal News Live Updates: বালুরঘাটে বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ
বালুরঘাটে বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তালা ঝুলিয়ে দেওয়া হল পঞ্চায়েতের গেটে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিলেন বিডিও। দায় নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।
WB News Live Updates: আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগে দুর্গাপুর মিশন হাসপাতালের তিন চিকিৎসক
কারও বাড়ি কাবুলে। আবার কারও বাড়ি কান্দাহারে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগে দুর্গাপুর মিশন হাসপাতালের তিন চিকিৎসক। পরিবার-পরিজনদের নিয়ে উৎকণ্ঠায় আফগান চিকিৎসকরা।






















