West Bengal News Live: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬০৬, ৯ জনের মৃত্যু
Get the latest West Bengal News and Live Updates: উদ্বেগ বজায় রেখে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, ১৪৫ জন আক্রান্ত। দৈনিক মৃত্যুতে শীর্ষে নদিয়া।
LIVE
Background
মা এসে গিয়েছেন মণ্ডপে। কোথাও থিম, কোথাও সাবেকি প্রতিমা। রাজপথে মানুষের ঢল। পঞ্চমীতে প্যান্ডেল হপিং।
কাব্যপ্রয়োগে সেরা শারদ আনন্দ সম্মান জিতল জগৎ মুখার্জি পার্ক। দৃশ্যকল্পে সেরা হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং। সচেতনতায় সেরা শিবমন্দির। চিন্তনে সেরা হিন্দুস্তান পার্ক।
রূপায়ণে সেরা বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন। সাবেকিয়ানায় উত্তরের সেরা বাগবাজার সর্বজনীন। উপকরণে সেরা হরিদেবপুর নিউ স্পোর্টিং। সাবেকিয়ানায় দক্ষিণের সেরা ম্যাডক্স স্কোয়ার।
শারদ আবহে সেরা রাজডাঙা নব উদয় সঙ্ঘ। পুজোর থিম ভাগের মা। সমাজচেতনায় সেরা শারদ আনন্দ সম্মান জিতে নিল বড়িশা ক্লাব। রূপকল্পে সেরা সন্তোষ মিত্র স্কোয়ার।
পুজোর মধ্যেই সুর কাটতে পারে বৃষ্টি। ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। অষ্টমী থেকে দশমী কলকাতা সহ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস।
রেড রোডে শ্যুটআউট। কোচিং দিতে রাজি না হওয়ায় বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সামনে গুলি চালানোর অভিযোগ। মেলেনি গুলির খোল। অভিযুক্তদের খোঁজে পুলিশ।
রেড রোডে ‘শ্যুটআউট’
এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত দিনহাটার গীতালদহ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চলল গুলি। মৃত ২ তৃণমূল কর্মী, আহত আরও ৫। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার শাসক দলের।
রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ ফের আটশোর কাছে। সংক্রমণে শীর্ষে কলকাতা, দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। দেশে ফের কমল করোনা সংক্রমণ।
WB News Live Updates: পথ দুর্ঘটনায় দুই নাবালকের মৃত্যু ঘিরে সাঁইথিয়ায় উত্তেজনা
ষষ্ঠীর সকালে পথ দুর্ঘটনায় দুই নাবালকের মৃত্যু ঘিরে বীরভূমের সাঁইথিয়ায় উত্তেজনা। সিউড়ি-আমোদপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, সকালে হাঁটতে বেরিয়ে লরির ধাক্কায় গুরুতর জখম হয় তিন নাবালক। তাদের সিউড়ি হাসপাতালে নিয়ে গেলে ১২ বছরের বালক ও ১৬ বছরের কিশোরের মৃত্যু হয়। আরেক কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমানে পাঠানো হয়। এরপরই উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীরা পথ অবরোধ শুরু করেন। অবরোধ তুলতে গেলে পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। ঘাতক গাড়ির সন্ধান চালাচ্ছে পুলিশ।
West Bengal News Live Updates: পরিবেশ চেতনায় শারদ সম্মান পেল হিন্দুস্তান ক্লাব
পরিবেশ চেতনায় শারদ সম্মান পেল হিন্দুস্তান ক্লাব। সেরা নস্টালজিয়া হাতিবাগান সর্বজনীনের। লোকশিল্প প্রয়োগে সেরা বালিগঞ্জ কালচারাল।
WB News Live Updates: সাদার্ন অ্যাভিনিউয়ের পার্কে ভেঙে পড়েছে দুর্গার ইনস্টলেশন
একদিকে আবাহনের ঝলমলে আলো, অন্যদিকে অবহেলার অন্ধকার! শারদ-ষষ্ঠীতে যখন দিকে দিকে দেবীর বোধন, তখন এই শহরেই দুর্গতি খোদ দুর্গতিনাশিনীর। সাদার্ন অ্যাভিনিউয়ের পার্কে ভেঙে পড়েছে দুর্গার ইনস্টলেশন। ভুল হয়ে গেছে, রি-ইনস্টল করা হবে, জানিয়েছেন ফিরহাদ হাকিম।
West Bengal News Live Updates: ১০৯ বছরে সিকদার বাগানের পুজো
১০৯ বছরে সিকদার বাগানের পুজো। তাদের এবারের থিম-অন্তর। এবিপি আনন্দর বিশেষ জুরি সম্মান জিতে নিয়েছে এই পুজো।
WB News Live Updates: ৫১ বছরে পড়ল হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো
৫১ বছরে পড়ল হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো। থিম-ঘরামিদের ঘরের পুজো। এই পুজো এবার পেয়েছে এবিপি আনন্দর বিশেষ জুরি সম্মান।